• ঢাকা
  • সোমবার , ৬ মে ২০২৪ , সন্ধ্যা ০৬:৫৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সদরপুরে আকোটে সাইনবোর্ড টানিয়ে ফসলি জমির ভেকু দিয়ে মাটি কাটার ব্যবসা

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
সদরপুরে আকোটে সাইনবোর্ড টানিয়ে ফসলি জমির ভেকু দিয়ে মাটি কাটার ব্যবসা প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্ট, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুরের সদরপুরের আকোটের চর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় নাম সর্বস্ব প্রকল্পের সাইন বোড'র টাঙ্গিয়ে প্রশাসনকে বিভ্রান্তিতে ফেলে প্রকাশ্য  ফসলী জমি নষ্ট করে প্রভাবশালী কুদ্দুস কাজী ভেকু দিয়ে মাটি কেটে দেদারচ্ছে বিক্রি করছে।

জানা গেছে, জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ,এর সভাপতিত্বে গতমাসে আইন-শৃঙ্খলা মিটিংএ জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ ঘোষণা দিয়েছেন ডেজার ও ভেকু দিয়ে ফসলি জমি বিনষ্ট না করার  নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসকের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাম সর্বস্ব পদ্মা মৎস্য হ্যাচারীর সাইনবোড'র টানিয়ে  আকোটের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রভাবশালী কুদ্দুস কাজী কয়েক একর জায়গার ভেকুদিয়ে ট্রাকে মাটি লোড দিচ্ছে।

এ ব্যাপারে  কুদ্দুস কাজীকে  মুঠোফোন এ প্রতিবেদক কে জানালে, জানান প্রশাসনের অনুমতিতে প্রকল্পের মাধ্যমে মাটি কাটছি।

এ ব্যাপার  সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পদ্মা মৎসপ্রকল্পের নামে কোন প্রকল্পের অনুমতি প্রদান করা হয়নি। 

এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, ফসলি জমি বিনষ্ট কারীদের সদরপুর উপজেলা প্রশাসন মাটি কাটার অনুমতি প্রদান করেননিএবংযারা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ফসলি জমি বিনষ্ট করে মাটি কাটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এলাকাবাসী সুশীল সমাজ ভেকু দিয়ে ফসলি জমি বিনষ্ট কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জোর দাবি করছে।

সারাদেশ

আরও পড়ুন