• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৬:২০
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ার ধুনটে জোরপূর্বক ঘর নির্বাণ করে জমি দখল করার চেষ্টা ।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে জোরপূর্বক ঘর নির্বাণ করে জমি দখল করার চেষ্টা । প্রিন্ট ভিউ

নবদিগন্ত ডেস্কঃ

বগুড়ার ধুনট উপজেলার মোহনপুর গ্রামের কৃষক আজিবর আকন্দের জমিতে জোরপূর্বক ঘর  নির্মাণ করে জবর দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

গত ২২ই অক্টোবর রোববার সকাল অনুমান ০৯ টার দিকে উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 বাদী সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর গ্রামের মৃত মালেক আকন্দের ছেলে মোঃ আজিবর আকন্দ পৈত্রিক ও ওয়ারিশ সুত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে দীর্ঘদিন যাবত ভোগদখল করে তাহার জমিতে বিভিন্ন সবজির ফসল করে জীবিকা নির্বাহ করে আসছেন কৃষক আজিবর আকন্দ। 

জমি সংক্রান্ত ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মালেক আকন্দের ছেলে দেলোয়ার হোসেন (৪০), মৃত আব্দুল আকন্দ এর ছেলে শহিদুল ইসলাম (৪০), মৃত দুখা প্রাং এর ছেলে রফিক প্রাং (৪০), মৃত আলতাব প্রাং এর ছেলে লাভলু (৩৫), মৃত আফছার প্রাং এর ছেলে আলম (৫০),ও  সোনারগাও গ্রামের মৃত কছির আলী  এর ছেলে রফিকুল ইসলাম(৫০), ও গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের মৃত জিয়ার সরকার এর ছেলে সাহেব আলী (৪৫), গত রোববার ২২ অক্টোবর সকাল অনুমান ৯,টার দিকে জোরপূর্বক  আজিবর আকন্দের সম্পত্তিতে ঘর নির্মাণ করে জবর দখলের চেষ্টা করে তখন কৃষক আজিবর আকন্দ এগিয়ে গিয়ে তাদের কে ঘর নির্মাণ করার কারণ জিজ্ঞেস করলে তখন তাহারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মারপিট করার হুমকি প্রদান করে।                               ভুক্তভোগী কৃষক আজিবর আকন্দ বাদী হয়ে গত ২২ই অক্টোবর বেলা অনুমান ১২ টার দিকে ধুনট থানায়  দেলোয়ার হোসেনসহ ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে।                          ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম জানান, কৃষক আজিবর আকন্দের একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

আরও পড়ুন