• ঢাকা
  • সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ , রাত ১২:৩০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পুলিশের কাজে বাঁধা ও নাশকতার মামলায় ০৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রিপোর্টার : নাহিদ হাসান হৃদয়
পুলিশের কাজে বাঁধা ও নাশকতার মামলায় ০৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। প্রিন্ট ভিউ

সাভার প্রতিনিধিঃ

পুলিশের কাজে বাঁধা দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় ০৪ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

গত ২৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা, কোতয়ালী, বংশাল ও লালবাগ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং-০২, তারিখ-০৮/১১/২০২৩ খ্রিঃ; ধারা-১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ তৎসহ দন্ডবিধি আইনের ১৪৩/১৮৫/৩০৭/৩৫৩/১১৪/৩৪; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১। শাহ্ আলম গোলাপ (৪৫), পিতা-মৃত কটু মিয়া, সাং-বামৈ পূর্বগ্রাম, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ ২। মোঃ শামছুল ইসলাম (৪৬), পিতা-মোঃ আব্দুল ওয়াহিদ, সাং-মানপুর, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ এবং লালবাগ থানার মামলা নং-৩৬, তারিখ - ২৫/০৫/২০২৩ খ্রিঃ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৩। দপ্তর সম্পাদক, ২৪ নং ওয়ার্ড, লালবাগ থানা বিএনপি মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫), পিতা: মৃত হাজী নুরুল ইসলাম, সাং- ৪২/৪, রাজনারায়ণ ধর সড়ক, থানাঃ লালবাগ, ঢাকা এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৯৮(১০)২০২৩, ধারা- ০৩, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/১০৮; পেনাল কোড ১৮৬০; মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী ৪। জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪), পিতা- মৃত মাহফুজুর রহমান, সাং- নোয়াপুর,থানা- পরশুরাম, জেলা-ফেনীসহ মোট ০৪ জন আসামি’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন আদালত

আরও পড়ুন