• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৯:৩৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড।

রিপোর্টার : মামিনুল ইসলাম মামুন
বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড। প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে মিজানুর রহমান লিটন নামে একজনকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।


সাজাপ্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম, বায়োজিদ, শহিদুল ইসলাম, লুৎফর রহমান ও বুলু। তারা দুপচাঁচিয়ার বারাহি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে বায়োজিদ পলাতক রয়েছেন। আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি অর্থদণ্ড দেন আদালত।


এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি (এপিপি) কাজী রবিউল আলম মিঠু বলেন, ২০১৩ সালের ১ মে রাতে মিজানুর রহমান লিটনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। সাজাপ্রাপ্তরা ও নিহত লিটন একই গ্রামের বাসিন্দা। তারা আত্মীয়স্বজন। রা ঘোষণার পর সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সারাদেশ

প্রধানমন্ত্রী

আইন আদালত

ঢাকা সিটি

বাংলাদেশ

আরও পড়ুন