• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১০:০৮
ব্রেকিং নিউজ
হোম / ধর্ম

ইসলামিক ফাউন্ডশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রিন্ট ভিউ

আনোয়ার হোসাইন,,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবলী উপজেলায় ইসলামিক ফাউন্ডশন এর ২০২৩-২৪অর্থ বছরে  উপজেলা পর্যায়ে  সন্ত্রাস ও উগ্রবাদ নিরসনে,নারী নির্যাতন,বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে,মাদকাশক্তি নিমূলে ও দূর্নীতি প্রতিরোধে করোনীয় র্শীষক ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে।

সােমবার সকাল দশটায় ইসলামিক ফাউন্ডশন রাঙ্গাবালী উপজলা মডেল রিসার্স সেন্টর মিলোনায়তনে ফিল্ড সুপারভাইজার মাে.সফিউল্লাহর সভাপত্বিতে মাওলানা মােঃ শিহাবুদ্দিনের পবিত্র কুরআন তিলােওয়াতের মধ্য  দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।

এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,মিজানুর রহমান। বিশষ অতিথি হিসবে উপস্হিত ছিলেন, রাঙ্গাবালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাে. কামাল হােসেন।

এছাড়াও ছিলেন, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক,ইসামিক ফাউন্ডশন রাঙ্গাবালী উপজেলার গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ স্হানীয় মাসজিদের ইমামগন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আপনারা মসজিদে জুমার দিন বয়ানের সময় মুসুল্লিদের একটু সচেতন করবেন, জন্ম-মত্যু নিবন্ধণ করতে হবে বাধ্যতামূলক।

কােথায়ও বাল্য বিবাহ হলে দয়া করে আমাকে জানাবেন। পাশাপাশি আপনাদের প্রতি অনুরােধ থাকলাে আপনারা কখনাে বাল্য বিবাহ পরাবেন না। এবং অনেকেই  ভুমি উন্নয়ন  কর আদায় করেনা। তাদের বলবেন যেন তারা কর আদায় করে।

সারাদেশ

ধর্ম

শিক্ষা

আলোচনাসভা

আরও পড়ুন