• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৩:৪৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ইবি’র জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

রিপোর্টার : ইদুল হাসান
ইবি’র জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

ইবি  ক্যাম্পাস প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ২০২৩-২০২৪ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) এর বর্তমান কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধায় কুষ্টিয়ার দিশা টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক ও কর্মশালার রিসোর্স পারসন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এসময় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারঃ) এইচ.এম আলী হাসান।কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ ও অফিস প্রধানবৃন্দ এবং এপিএ’র ফোকাল ও বিকল্প পয়েন্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, লক্ষ্য অর্জন করতে হলে সে অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি জ্ঞান যেমন সৃষ্টি করতে হবে এবং জ্ঞান বিতরণের ব্যবস্থাও করতে হবে।

তিনি আরো বলেন, যে জ্ঞান বিতরণ হলো না সে জ্ঞান সৃষ্টি হলো বলে মনে করা যায় না। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এপিএ’র ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান ও ভবিষ্যৎতে এপিএ’র ফলাফল সকলের সহযোগীতায় আরো ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালাটির শেষে মনোজ্ঞ লালন সংগীত পরিবেশন করা হয়। 

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে এপিএ’র নম্বর বিভাজনে ১০০ মধ্যে  ৭৯.০৩ নম্বর পেয়ে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে (যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে চুক্তি করেছে) ইসলামী বিশ্ববিদ্যালয় ১৬ম অবস্থান অর্জন করে। এর আগের অর্থবছরের প্রাপ্ত নম্বর ছিলো মাত্র ১২। কর্মশালাটি পরিচালনা করেন এপিএ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার(প্রশাসন) চন্দন কুমার দাস।

জাতীয়

শিক্ষা

ইউনিভার্সিটি

আলোচনাসভা

বাংলাদেশ

আরও পড়ুন