• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১২:৩৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়া গাবতলী পল্লী বিদ্যুৎ অফিসের সীমাহীন দুর্নীতি ও প্রতারণার অভিযোগ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়া গাবতলী পল্লী বিদ্যুৎ অফিসের সীমাহীন দুর্নীতি ও প্রতারণার অভিযোগ প্রিন্ট ভিউ

মামুন, বগুড়াঃ

বগুড়ায় গতকাল গাবতলী উপজেলার সদর ইউনিয়নের চকসেকেন্দার গ্রামের মৃত মনি চন্দ্রের ছেলে নব চন্দ্র বগুড়া গাবতলী পল্লী বিদ্যুৎ অফিসের সীমাহীন দুর্নীতি ও প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে জিএম পল্লী বিদ্যুৎ সমিতি-২,বগুড়া বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী ৬০৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখায় গাবতলী পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক বিল পরিশোধের নোটিশ না দিয়ে,বিনা নোটিশে বিদ্যুৎ লাইনের সংযোগটি বিচ্ছিন্ন করে। বিদ্যুৎ বিভাগের নীতিমালায় বকেয়া বিলের জন্য পরপর ০৩ বার বিল পরিশোধের নোটিশ করার পরে,গ্রাহক বিল পরিশোধে ব্যর্থ হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা থাকলেও,তা তোয়াক্কা না করে মনগড়া মত তারটাসহ অত্র এলাকার শতশত অসহায়-নিরীহ,হতদরিদ্র গরিব-দুঃখী গ্রাম অঞ্চলের মানুষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অপরদিকে আবার এই অসহায়-নিরীহ,হতদরিদ্র গরিব-দুঃখী গ্রাম অঞ্চলের মানুষের কাছ থেকে ডিসি/আরসি'র নামে অর্থাৎ বিদ্যুৎ লাইনটি কাটা এবং লাগানোর কথা বলে গ্রাহকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে এই পল্লী বিদ্যুৎ অফিস। সেই সাথে গাবতলী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের যোগসাজশে যুক্ত হয়েছে পল্লী বিদ্যুতের লোক নামধারী বাবলু,সিদ্দিক,মাসুদ সহ একাধিক কিছু অসাধু ব্যক্তি যারা ঘর ওয়ার্নিং সহ নতুন বিদ্যুৎ সংযোগ নিয়ে দেয়া,পুরনো সংযোগ বিচ্ছিন্ন করা,আবার পুনরায় সংযোগ লাগানোর মত বিভিন্ন কর্মকান্ড করে জনসাধারণের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে ভুয়া পল্লী বিদ্যুৎ কর্মচারী পরিচয়দানকারী ব্যক্তিরা।

এদিকে ভুক্তভোগী বাদী জানায়,তারটাসহ একাধিক ব্যক্তির বিদ্যুৎ লাইন গুলো কাটার পরেও মিটার বন্ধ থাকা অবস্থায় ভূয়া/অবৈধ ভাবে বিভিন্ন পরিমাণ ইউনিট বা রিডিং দেখিয়ে গ্রাহকদের কাছে থেকে বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই গাবতলী পল্লী বিদ্যুৎ অফিস। যার কারণে অত্র এলাকার বিভিন্ন জায়গায় গাবতলী পল্লী বিদ্যুৎ অফিসের লোকদের সাথে,গ্রাহকদের মারামারি সংঘর্ষের মত আইন শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে। যার ফলে এলাকার জনসাধারণ ফুসে উঠছে,যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের আইন-শৃঙ্খলা অবনতির মত দুর্ঘটনা।

এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ বগুড়া'র জিএম আমজাদ জানায়,সংযোগ বিচ্ছিন্ন করার পরে মিটার বন্ধ থাকা অবস্থায় এমন বিদ্যুৎ বিল দিয়ে টাকা নেয়া অন্যায় এবং যুক্তিযুক্ত নয়। তবে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সকল বিষয়ে যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সারাদেশ

আরও পড়ুন