• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:৪৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

মেশিন দিয়ে পানি সরিয়ে চলছে আলু আবাদের চেষ্টা

রিপোর্টার : ফাহাদ মোল্লা
মেশিন দিয়ে পানি সরিয়ে চলছে আলু আবাদের চেষ্টা প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লাঃ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ঘূর্নিঝড় মিথিলি’র  আঘাতে তলিয়ে গেছে আলুর জমি ।  ক্ষতি পুষিয়ে উঠবেন কিভাবে এই ভেবে  এখন দিশেহারা কৃষক, সর জমিনে গিয়ে দেখা যায় ধীপুর ইউনিয়নের মুটুকপুর বিলে চাষিরা মেশিন দিয়ে আলু জমি সেচে আলু আবাদ  করার জন্য  চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক মোমিননমোল্লা জানান ঘূর্ণিঝড়ের আগে আমার প্রায় জমি চাষ করে ফেলেছি এখন ঘূর্ণিঝড়ে আমার সব জমি নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার সব জমি চাষ দিতে হবে এ বছর এভাবেই সারের দাম, বিজের দাম,জমির দাম অনেক বেশি আবার ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে একমাত্র আল্লাহই জানে আমরা কৃষকরা কিভাবে  বেঁচে আছি। দু বছরে অনেক আলু আবাদ করে লোকসান হয়েছে  ধীপুর ইউপি সদস্য শামসুল হক বলেন ঘূর্ণিঝড়ের কারণে আমাদের আলুর জমি সব তলিয়ে গেছে। এখন মেশিন দিয়ে সেচে শুকিয়ে   নারা পরিষ্কার করবো ঘূর্ণিঝড়ের কারণে আমাদের আলু আবাদ করতে দেরি হচ্ছে। ঘূর্ণিঝড় না হলে এখন আমাদের মটুকপুর বিলে অনেক জায়গায় আলু আবাদ হয়ে যেত ঘূর্ণিঝড় কারণে আমার অনেক জমে তলিয়ে গেছে চাষ করার জমি  নষ্ট হয়ে গেছে।  ঘূর্ণিঝড়ে  আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া লাল শাক, ফুলকপি, মিষ্টি কুমরা, লাউ, বেগুন, টমেটোসহ বিভিন্ন প্রকারের শীতকালীন সবজি  আবাদ করা ফাশন নষ্ট হয়েছে।

সারাদেশ

আরও পড়ুন