• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:৪০
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামে বোরো আবাদে ব্যস্ত কৃ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে বোরো আবাদে ব্যস্ত কৃ প্রিন্ট ভিউ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে চলতি মৌসুমে মাঠে মাঠে চলছে বোরো ধান লাগানোর কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠ জুড়ে ধান রোপণে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকেরা। জমিতে পানি সেচ, হালচাষ, বীজতলা থেকে চারা উত্তোলন করে তৈরি জমিতে চারা রোপণের কাজ চলছে পুরোদমে।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় একটি পৌরসভা ও ১৩ পটি ইউনিয়নে চলতি এই মৌসুমে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২২ হাজার ৫১০ হেক্টর জমি। এর মধ্যে হাইব্রিড ৮ হাজার ২০৫ হেক্টর, উফশী ১৪ হাজার ১৬৫ হেক্টর ও স্থানীয় জাত ১৪০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ ৩৯ হাজার ৫০৬ মেট্রিকটন। কৃষকরা এক হাজার ৩১৫ হেক্টর জমি বীজতলা তৈরি করছে।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত বোরো ধান রোপণ হয়েছে ১৫ হাজার ৮৭০ হেক্টর জমিতে।

মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে বোরো ধান লাগানোর ব্যস্ততা। কৃষাণ-কৃষাণী বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপণ করছেন। কেউ কেউ জমিতে পানি আটকানোর জন্য জমির আইল শক্ত করে বাঁধছেন, কোথাও পানির পাম্প ও শ্যালো মেশিন দিয়ে চলছে পানি সেচের কাজ। আবার কোথাও ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কাজ। কেউ চাষ করা জমি সমান করছেন। সব মিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন কৃষকদের দম ফেলার সময় নেই। এমনকি দুপুরের খাবার জমিতেই সেড়ে নিচ্ছেন।

পৌর শহরের কৃষক মঞ্জুরুল ইসলাম দম্পতি জানান, তারা ৫০ শতাংশ জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপণ করেছেন। সেচ সংকট ও রোগবালাই না হলে ভালো ফলনের আশা করেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা জানান, এই ফসল দিয়েই পরিবারের খাবারসহ যাবতীয় খরচের যোগান দিতে হয়। বোরো মৌসুম এলে রান্না খাবারের আশায় না থেকে শুকনা খাবার চিড়া, মুড়ি ও চাল ভাজা খেয়ে মাঠে নামতে হয়। পরিবারের নারী সদস্যরাও সাহায্য করতে মাঠের যান।

তারা আরও জানান, হাল-চাষ, বীজ, সার, শ্রমিকের দাম অনেক বেশি। এগুলোর দাম সহনীয় হলে ধান চাষে আরও লাভ পাওয়া যেত।

উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, এবার কৃষকদের লাইন-লোগো পদ্ধতি ব্যবহার করে চারা রোপণের উদ্বুদ্ধ করা হচ্ছে। কারণ এতে রোগবালাই কম হওয়াতে ফলন বৃদ্ধি পাবে। এছাড়াও কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে আমরা কাজ করছি

সারাদেশ

আরও পড়ুন