• ঢাকা
  • সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ , রাত ১২:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চরভদ্রাসন উপজেলা নির্বাহীর সিএঅর্থ আদায়

রিপোর্টার : স্টাফ রিপোর্ট আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসন উপজেলা নির্বাহীর সিএঅর্থ আদায় প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্ট  আব্দুস সালাম মোল্লা  :ফরিদপুরজেলা চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসারের গোপনীয় সিএ নিতাই কুমার সাহা ও সুজন পাল স্বাধীনতা দিবস পালন উপলক্ষে স্বাধীনতা দিবসের চিঠিও কুপন ধরিয়ে দিয়ে বিভিন্ন হাটবাজারের বণিক সমবায় সমিতি ও ব্যবসায়ীদের কে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে মোটা অংকের চঁাদা আদায় করছে।

সরজমিনে দেখা গেছে হাজীগঞ্জ বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলমের উপস্থিতিতে তার  অফিসেবিজয় দিবসের চিঠি হাতে ধরিয়ে মোটাঅংকের অর্থ দাবি করছে।বিজয় দিবসের চিঠি সাংবাদিক হাতে দেয় নি। চরভদ্রাসনেস্বাধীনতা দিবস পালনের নামে কুপন দিয়ে বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীদের সহ সকল এনজিও ব্যাংক বীমা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবী করছে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারেরগোপনীয় সিএনিতাই কুমার সাহা ও সুজন পাল । চাহিদা মত  টাকা না দেয়া হলে মোবাইল কোর্টের মাধ্যমে ভয় দেখিয়ে অর্থ আদায়ে হুমকি প্রদান করছে ।যেকোনো সরকারি দিবস পালন উপলক্ষে এরা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছে।অথচ চারটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দুটি ভাই চেয়ারম্যান একটি উপজেলা চেয়ারম্যান এদের কাছে কোন অর্থ আদায়করা হয় নাইএবং বালু ব্যবসায়ীরাওবিভিন্ন ঠিকাদারিদের নিকট অর্থ আদায় করা হয়নি। আরো জানা গেছে ঠিকাদারী এবংবালু ব্যবসায়ীরা টেবিলের তলের মাধ্যমে কিছু অর্থ দেয়সেটা নিজপকেটেস্থ যাওয়ায় সরকারি প্রোগ্রামে অর্থ চাওয়া হয় না। অহরহ বেকুদিয়ে ফসলি জমি বিনষ্ট করে মাটি কাটছে এদেরকে  মোবাইল কোট' দিয়ে অর্থ, র সম্মানিত করতে সরকারি কোনো অর্থ বরাদ্দ না থাকায় চাঁদা তুলে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয় না অসম্মানজনক করা হয় সেটা জাতির  কাছে প্রশ্ন। 

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম কে  বার বার ফোন দিয়ে ও মেসেজ দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

সারাদেশ

আরও পড়ুন