• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:২২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামে অপহরণের চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে অপহরণের চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অপহরণের চার দিন পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সাজু মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত সাজু মিয়াকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত সাজু মিয়া হলেন- নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামের কপুর আলীর ছেলে।

বুধবার গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধায় স্কুলছাত্রীকে অপহরণ করে আত্মগোপন যান সাজু মিয়া। এ দিকে স্কুলছাত্রী অপহরন হওয়ায় পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে কোথাও না পেয়ে ১৪ ফেব্রুয়ারি সন্ধায় ওই ভিকটিমের বাবা বাদী হয়ে সাজুর বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেন। মামলা হওয়ায় বুধবার গভীর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইব্রাহীম খলিলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার হক বাজার এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারী সাজু মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফুলবাড়ী থানার এস আই ইব্রাহীম খলিল বলেন, অপহৃতকৃত স্কুলছাত্রী নিয়ে গভীর রাতে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অপহৃত স্কুলছাত্রীকে জবানবন্দির জন্য আদালতে নেয়া হয়েছে এবং অপহরনকারী সাজুকে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন