• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:১১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সদরপুরের দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মজিদ আর নেই।

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
সদরপুরের দৈনিক ইত্তেফাকের  প্রতিনিধি আব্দুল মজিদ আর নেই। প্রিন্ট ভিউ

 আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার:

সদরপুরে দৈনিকইত্তেফাকের প্রতিনিধিপ্রবীণ  সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা  আ: মজিদ ৩দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্তহয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় গতকাল রাত ১টা ২০মিনিটে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )

তিনি ১৯৮৮-৮৯ সালে ফরিদপুরে চাষীবার্তা ও ভোরের রানা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করে। কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে সাংবাদিকতার ওস্তাদ হিসেবে একই গ্রামেওবর্তমান   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের পিতা বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদমিয়ার মাধ্যমে সাংবাদিকতা শুরু। 

তিনি ১৯৯৩ সালে  দৈনিকইত্তেফাক পত্রিকায়মাধ্যমে জোরে সোরে সাংবাদিকতা শুরু করেন। তিনি সাংবাদিকতা রেখে গেছেন শতাধিক  সাংবাদিকতায় শীর্ষ্য।

আব্দুল মজিদ মিয়ার ছয় ভাই বোন।( ১)হাজেরা খাতুন (২)সাংবাদিক আব্দুল মজিদ( ৩)আব্দুল আজিজ( ৪)নুরু মিয়া( ৫)দেলোয়ারাবেগম (৬)রাসেদাআক্তার । আব্দুল মজিদ মিয়ার সংসার জীবনী তিন ছেলে এক মেয়ে(১)ছেলেগনমিজানুর রহমান (২)শাহীন (৩)তুহিন( ৪)মেয়েরত্না  আক্তার।

 সর্বদা মিষ্টভাষী হাস্যজ্জল সমাজসেবক ন্যায় প্ররায়ণ হৃদ্রতা পূর্ণ এ কির্তিমান সাংবাদিকে মৃত্যুতে সদরপুরএলাকার শোকের ছায়ানেমে এসেছে। অনেক সাংবাদিক আব্দুল মজিদের মৃত্যুতে মোর্চা যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আহসান  মো রাশেলএর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে গার্ড অফ ওনারপ্রদান করেন  সদরপুর থানারভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর অর রশিদ ,ও জেলাপুলিশ লাইন থেকেএসআই মুন্ন।  এতে বিভিন্ন সংগঠন ও মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা প্রদান ও মাল্যদানে মাধ্যমে সম্মানিত করা হয়। 

সাংবাদিকরা হারালো সহকর্মী বড় ভাই, এক বন্ধু।   বিভিন্ন প্রেসক্লাব, রাজনীতিবিদ বিভিন্ন সংগঠন শোক সম্ভ্রান্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যৈষ্ঠ সাংবাদিক পান্না বালা। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি কাউসার হোসেন। দৈনিক ইনকিলাবের জৈষ্ঠ সাংবাদিক আনোয়ার জাহিদ, মাই টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম জনি সহ ফরিদপুর জেলার সিনিয়র সিনিয়র  সাংবাদিকগণ ও বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রেসক্লাবেরঅ সাংবাদিকগণ। হাজারো মানুষের উপস্থিতিতে জানাজায় উপস্থিত হয়। রামচন্দ্রপুর গোস্থান  চিরনিদ্রা সাহিত রয়েছেন।

মৃত্যু

আরও পড়ুন