• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:১৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ওলিও’র পক্ষে সংসদ মনুর গণসংযোগ।

রিপোর্টার : মোঃ খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ওলিও’র পক্ষে সংসদ মনুর গণসংযোগ। প্রিন্ট ভিউ

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া (সদর -বিজয়নগর ৩) আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও’র পক্ষে পথসভা ও নির্বাচনী জনসভায় ঢাকা ৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু বলেন,কাচিঁ মার্কা আমাদেরই নেত্রীর মার্কা। ফিরুজ ভাই পাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় মালা দিবেন।নৌকার মাঝিকে ভোট দিলে যা হবে কাঁচিতে ভোট দিলে তাই হবে। শুক্রবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

পথসভা ও গণসংযোগে রিয়াজ উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও রুকনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, কেউ গালাগাল করলে ধন্যবাদ দিবেন।নৌকার সমর্থকদের সাথে ঝামেলা করতে পারবেন না। তারা আপনাদের উপর হামলা করলে তাদের নাম ঠিকানা লিখে রাখবেন। আমি এই বিষয় দেখব।


তিনি কাজী মনিরুল ইসলাম মনু আরো বলেন, নেত্রী মোকতাদির সাহেবকে নৌকা দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী ফিরুজ ভাইকেও নির্বাচন করতে বলেছেন। ফিরুজ ভাইও নৌকা। তিনি আওয়ামীলীগের লোক। এই বারের নির্বাচন একটি ব্যাতিক্রম নির্বাচন। তিনি ধানমন্ডিতে আওয়ামীলীগের অনেক মিটিং করেছেন ১ টাকাও নেননি নেত্রীর কাছ থেকে আমি তা স্বচোক্ষে দেখেছি। আমরা চাই সবাই ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জুয়েল ভুইয়া, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক ইয়াহিয়া,বুধন্তি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মেজবাহ উল হক পলাশ প্রমুখ।

এছাড়াও নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও’র কেচি  মার্কার প্রতীকে সমর্থনে গণসংযোগ ও পথসভা বিজয়নগর উপজেলায়, বুদন্তি ইউনিয়ন সাতবর্গ , ইসলামপুর বাজার,চান্দুরা মোর এবং ব্রাহ্মণবাড়িয়া  সদর সকাল দশটায় গাটিয়ারা জেয়াফতে অনুষ্ঠান , বড় মসজিদের জুম্মার নামাজ এবং কাজীপাড়া ঈদগা মাঠে হাফেজ আইয়ুব আলী হুজুরের জানাযা নামাজ অংশগ্রহণ, মজলিসপুর ইউনিয়ন মইন, মজলিশপুর দারমা , নন্দনপুর এবং দক্ষিণ পৈরতলা ৮টায় পর্যন্ত বেস্ত  সময় পাড় করেন। 


রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন