• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:৪৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বগুড়া -১ আসনে সাহাদারা মান্নান মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মটরসাইকেল শো-ডাউন

রিপোর্টার : নুরে আলম সিদ্দিকী সবুজ
বগুড়া -১ আসনে সাহাদারা মান্নান মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মটরসাইকেল শো-ডাউন প্রিন্ট ভিউ

সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান। সেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে এলাকায় মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানকে আবারও নৌকার মনোনয়ন দেয়ায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -১ আসন থেকে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আসাব্যক্ত করেন তারা।

উপজেলা আওয়ামীলিগের সাবেক প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক রবিউল খান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৭ নভেম্বর সোমবার সকাল থেকে সারাদিনব্যাপী মটরসাইকেল শো-ডাউন শান্তি শৃঙ্খল ভাবে সফল করে।

মটরসাইকেল শো-ডাউন সোনাতলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং নৌকার স্লোগানে স্লোগানে শো-ডাউনটি মুখরিত করে তোলে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, যুগ্ন সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, সাধারণ সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক সালেহ আহম্মেদ সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিজু,যুবলীগ নেতা আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক এন এ জাহান জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান শিপলু, কৃষক লীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদ, সাধারণ সম্পাদক মষিউর রহমান দিদার, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সোহেল, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক ইনছার আলী, মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক কোহেলী চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, পৌর যুবলীগের সভাপতি এস এম জুবায়েদ হাসান পরাগ, সহ সভাপতি আব্দুল মোমিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রী উৎপল কুমার কর্মকার, বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন, দিগদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী নিরঞ্জন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহেল, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, তেকানী চুকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম লিখন, জোরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, পাকুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো, সাধারণ সম্পাদক মানিক সরকার সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নির্বাচন

আরও পড়ুন