• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:১২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

চরভদ্রাসনে ২বছরাধিক অফিস না করেই বেতন নিচ্ছে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসনে ২বছরাধিক অফিস না করেই বেতন নিচ্ছে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রিন্ট ভিউ

 স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম :

চরভদ্রাসন উপজেলারএ,লজিইডি  সহকারীপ্রকৌশলী  নেকিয়া সুলতানা মাসের পর মাস অফিস না করেও প্রতিমাসে বেতনসহ অফিসের আনুষঙ্গিক সুবিধা ভোগ করছেন। তিনি নাকি নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজাহার উদ্দিনের স্ত্রী।ঢাকাতে বাসা নিয়ে থাকেন। মেকিয়া সুলতানা স্বামী এলজিইডির বড় কর্মকর্তা হওয়ার সুবাদে তার বিরুদ্ধে ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পায় না। মহিলা কর্মকর্তা হওয়ার সুবাদে এর আগের উপজেলা ইঞ্জিনিয়ার কেও ভয়-ভীতি ও হুমকি দিতেন। যে কারণে তিনি তার বিরুদ্ধে কোন কথা বলার সাহস পেতেন না। তার প্রভাব নাকি ঢাকা এলজিইডির হেড অফিস পর্যন্ত। তিনি অফিস না করেই বেতনের সঙ্গে জ্বালানি তেল খরচ, ভ্রমণ ভাতা ইত্যাদি উত্তোলন করছেন।

সরেজমিনে চরভদ্রাসন উপজেলার এলজিইডি অফিস ও মাঠ পর্যায়ে চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলে জানা যায় গত দুই বছর যাবৎ তাকে এই উপজেলায় কেউ দেখেনি। বর্তমানে তিনি ঢাকায় বাসা নিয়ে ছেলেমেয়েদের স্কুলে আনা নেয়ার কাজে ব্যস্ত রয়েছেন বলে অনেকে জানান। উপজেলার এলজিইডি অফিসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাস শেষে তিনি দু’একদিন অফিস করেন। এ সময় তিনি বেতন তুলে ঢাকায় চলে যান। গত দুই বছরে তার নামে কোন ওয়ার্ক অর্ডার ও কোন চেয়ারম্যান মেম্বারদের বিলে স্বাক্ষর নাই।গত৩/৪দিন ধরে উপজেলা প্রকৌশলী কার্যালয় ঘুরে তার দেখা মেলেনি।

উপজেলা প্রকৌশলী ও অ্যাকাউন্টস অফিসার কে উপ সহকারী প্রকৌশলী  মেকিয়া সুলতানা তথ্য চাইলে একাউন্টস  অফিসার আমার মোবাইল নাম্বার রাখেন,আজএসে ফোন দেন,মেকিয়া সুলতানাকে তার অনুপস্থিতির ব্যাপারে জানতে চাইলে দাম্ভিকতারওরাগান্বিতের সাথে বলেন আপনাকে কি জবাবদিহিতা করতে হবে। কোন স্থানে কোন কাজটি করেছেন তাতে স্বাক্ষর আছেএতেকোন সঠিক উত্তর দিতে পারিনি। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান কোনতথ্য  দিতে অপারগতা প্রকাশওএকাউন্টস  অফিসার কে  তথ্য দিতে বললে তাওসবাই ভয়ে আতঙ্কে। 

এব্যাপারে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিনকে বললে কর্মস্থলে অনুপস্থিত থেকে দাম্ভিকতা করেওসুযোগ সুবিধা নিচ্ছে কি ভাবে,তিনিজানায় আমি নিরুপায়,।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাউসার মোল্লা বলেন, ২/৩ মাসে মেকিয়া সুলতানাকে উপস্থিত দেখিনি। 

সুশীল সমাজ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যপ্রশাসনের নিকট জোরালো দাবি করছে ।

সারাদেশ

আরও পড়ুন