• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:২৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফেসবুক,ফ্রি ফায়ার আইডি বিক্রয় এর নামে অভিনব প্রতারণা

রিপোর্টার : আলামিন মন্ডল ( গাইবান্ধা )
ফেসবুক,ফ্রি ফায়ার আইডি বিক্রয় এর নামে অভিনব প্রতারণা প্রিন্ট ভিউ

আলামিন(গাইবান্ধা)প্রতিনিধি :   ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট জগত  এখন প্রতারণার আখড়া হয়ে উঠেছে।এমন কোন প্রতারণা নেই যে এই ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইটে ঘঠে না। দেশে এখন সকল যাবতীয় অপরাধ এখন ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে।বিশেষ করে বহুল ব্যবহৃত ওয়েবসাইট ফেসবুকে, কিছু অসাবধানতার কারণে ব্যবহারকারীরা প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব  হারাচ্ছেন,আবার কেউবা পড়ছে মারাত্মক হয়রানিতে।


দেশের মানুষ একটু সময় বাঁচানোর জন্য মার্কেটে না গিয়ে অনলাইনে যাবতীয় পর্নো দ্রব্য ক্রয় করে থাকেন। অনলাইনে লেনদেন করতে গিয়ে অসংখ্য মানুষ  প্রতারণার শিকার হয়েছেন। যেমন,মো: জুয়েল ইসলাম রাজু (২২), সে (The Rohan) নামের এক ফেসবুক পেজ থেকে আইডি ক্রয় এর জন্য (১ হাজার টাকা C:019708727625 ) দেন পেজ এডমিন কে। পরবর্তীতে আইডি না দিয়ে জুয়েল এর কাছে থেকে আরো (৭ শত)টাকা দাবি করা হয়। সে টাকা দিতে অশিকার করলে পেজ এডমিন টাকা বা আইডি কোনো টাই ফেরত দেন নাই ভুক্তভোগী কে। 

জুয়েলের মতন আরো অনেকে এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে।সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে আকুল নিবেদন জানিয়েছেন যে উক্ত প্রতারণাকারী কে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হোক।

সারাদেশ

আরও পড়ুন