• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৪:১৩
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় অংশ নিলো না ৪৯৯ পরীক্ষার্থী

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় অংশ নিলো না ৪৯৯ পরীক্ষার্থী প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার থেকে কুড়িগ্রামেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। 

জেলায় চলতি বছরের মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৯৩৭ জন। চলতি বছরের শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ৯২০ জন। অংশগ্রহণ করেছে ২৫ হাজার ৪২১জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন এবং উপস্থিতির হার ৯৮ দশমিক ৭ ভাগ। তবে এতসব পরীক্ষার্থী কেন্দ্রে অনুপস্থিতির কারণ কি, প্রশ্নের জবাবে জেলা শিক্ষা বিভাগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৯৩ ৭জন রেজিস্ট্রেশন করেছে। এরমধ্যে গতবছরের অকৃতকার্য শিক্ষার্থী ৪ হাজার ১৭ জন রয়েছে। এছাড়াও চলতি এসএসসি সাধারণে অংশ নিচ্ছে ২২ হাজার ৬৫ জন, ভোকেশনালে ১ হাজার ৯৫৩ জন এবং দাখিলে ৫ হাজার ৯১৯ জন রয়েছে। জেলার ৯টি উপজেলায় ৫৭টি সেন্টারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।এসএসসি সাধারণে ৩৪টি কেন্দ্র, ভকেশনালে ১২টি কেন্দ্র এবং দাখিলে ১১টি কেন্দ্র রয়েছে। 

এর আগে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নকল ও অসাধু উপায় ঠেকাতে সকল ধরণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি।

সারাদেশ

মাদ্রাসা

শিক্ষা

স্কুল

এসএসসি

আরও পড়ুন