• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১০:৩৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে বিল্লালের জয়

রিপোর্টার : মো খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপ-নির্বাচনে ঘোড়া প্রতীকে বিল্লালের জয় প্রিন্ট ভিউ

মো খোকনব্রা হ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উপ-নির্বাচনের  চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী সদস্য মোঃ বিল্লাল মিয়া।তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৩ ভোট।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সমর্থিত ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। ৯টি উপজেলার ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৫৭ ভোট বেশি পেয়ে মোঃ বিল্লাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার(৯ মার্চ) সকাল ৮টা থেকে টানা বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ফলাফল ঘোষণায় বলেন, সদ্য পদত্যাগকারী জেলা পরিষদের সদস্য মোঃ বিল্লাল মিয়া পেয়েছেন ৭৪৩ ভোট। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট। এর মধ্যে নাসিরনগরে মোঃ হেলাল উদ্দিন ৪৫,শফিকুল আলম ২২ ভোট ও বিল্লাল মিয়া ৯৮, সরাইলে মোঃ হেলাল উদ্দিন ৩৩ ও শফিকুল আলম ৯ ভোট, বিল্লাল মিয়া ৭৭ , সদর উপজেলায় মোঃ হেলাল উদ্দিন ৮৭, শফিকুল ২৬ ভোট ও বিল্লাল মিয়া ৪৭ ভোট, বিজয়নগরে মোঃ হেলাল উদ্দিন  ৪১ ভোট  শফিকুল ২৪ ভোট ও বিল্লাল ৬৪ ভোট , আশুগঞ্জে মোঃ হেলাল উদ্দিন ২৭, শফিকুল ৫ ভোট ও বিল্লাল মিয়া ৭২ ভোট, আখাউড়ায় মোঃ হেলাল উদ্দিন ২৯ ও শফিকুল ০৪ ভোট, বিল্লাল মিয়া ৪৭ ভোট, কসবায় মোঃ হেলাল উদ্দিন ৬৩ ভোট, শফিকুল ১২ ভোট ও বিল্লাল মিয়া ৭০ ভোট, নবীনগরে মোঃ হেলাল উদ্দিন  ৯৮ ভোট,শফিকুল ১৬ ভোট ও বিল্লাল মিয়া ১৬৬ ভোট এবং বাঞ্ছারামপুরে মোঃ হেলাল উদ্দিন ভোট ৬৭ ও শফিকুল আলম ১০ ভোট ও বিল্লাল মিয়া ১০১ ভোট পেয়েছেন।

বিজয়ী প্রার্থী মোঃ বিল্লাল মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন