• ঢাকা
  • সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ , রাত ১২:৩৫
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামে আ.লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে আ.লীগ নেতা হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহান (৪০) হত্যাকা‌ণ্ডে জ‌ড়িত‌দের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন, সহপাঠী, সুহৃদ ও এলাকাবাসী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কু‌ড়িগ্রাম-‌চিলমারী সড়‌কে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম ছানালাল বকসী, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সুব্রতা রায়, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান চাঁদ, রেদওয়ানুল হক দুলাল, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর, নিহত সোহানের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ স্থানীয়রা। বক্তারা জ‌ড়িত‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রেন।

নিহত সোহানের চাচা মো. নুর ইসলাম বলেন, ‘সোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সোহানের হত্যাকারী, চিহ্নিত সন্ত্রাসী, ছাত্রলীগ নেতা বিন্দু ও তার সহযোগীদের দ্রুত বিচার দাবি করছি।’

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, ‘সোহানের মৃত‌্যু‌র ঘটনায় রেজভি কবির চৌধুরী বিন্দু ও ঝিনুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আদাল‌তের নি‌র্দেশে তা‌দের রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদ চল‌ছে। অপর আসা‌মি‌দের গ্রেফতা‌রের চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।’

এর আগে শুক্রবার বিকালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিন ছাত্রলীগ কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত হন আওয়ামী লীগ নেতা সোহান। এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে সদর উপ‌জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজ‌ভি ক‌বির চৌধুরী বিন্দু ও কু‌ড়িগ্রাম প‌লি‌টেক‌নিক শাখা ছাত্রলীগ সভাপ‌তি ঝিনুকসহ চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত-আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ শুক্রবার রাতেই মূল অভিযুক্ত বিন্দু ও ঝিনুককে গ্রেফতার করে। প‌রে শ‌নিবার তা‌দের তিন‌ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন আদালত। মঙ্গলবার তা‌দের রিমান্ড শে‌ষে আদাল‌তে নেওয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

সারাদেশ

আরও পড়ুন