• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১১:৫৫
ব্রেকিং নিউজ
হোম / ধর্ম

শেরপুরের ঝিনাইগাতিতে, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত অনুষ্ঠান সমাপ্তি

রিপোর্টার : রাকিবুল হাসান রাকিব
শেরপুরের ঝিনাইগাতিতে, শ্রী শ্রী  রাধা গোবিন্দ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত অনুষ্ঠান সমাপ্তি প্রিন্ট ভিউ

রকিবুল হাসান রাকিব,শেরপুরঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়, শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরও সেবাশ্রমে   এক মাস ধরে চলা এই পূজা অর্চনায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। 

গত ১৭ অক্টোবর দামোদর ব্রত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শান্তি, শৃঙ্খলা ও সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার এই অনুষ্ঠান শেষ হয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, ঝিনাইগাতী  উপজেলার সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী  জানান, প্রতিদিন গভীর রাত থেকে সূর্যোদয় পর্যন্ত কীর্তন-পূজা করা হয়। ভোর থেকে শুরু হয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত চলে। প্রতিবছর কার্তিক মাসে শুরু হয়ে অগ্রহায়ণের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে এই অনুষ্ঠান। মাসব্যাপী এই ব্রতের সময় আমিষ খাবারসহ আরও কিছু খাবার নিষেধ থাকে।ব্রতে আসা বাবু  নন্দ লাল বর্মন বলেন ,  ‘মুসলিম সম্প্রদায়ের রোজার মতোই আমাদের ধর্মে তেমনই এটি। নিজের ও পরিবারের পাপমোচন, মঙ্গল কামনার এ আরাধনা করা হয়। তাই গভীর রাতে পাক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকলেই এখানে আসেন।’

আয়োজন কমিটির কোষাধ্যক্ষ পলাশ চন্দ্র চন্দ্র  জানান, মাসব্যাপী অনুষ্ঠানে ভক্তদের জন্য সকালে প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। এ ব্রত অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখরিত হয়ে ওঠে মন্দির আঙিনা।  

উক্ত অনুষ্ঠানে শ্রী মদ্ভাগবদ গীতা পাঠ করেন, সাধু শ্রী তাপস চন্দ্র বর্মন, পলাশ চন্দ্র মজুমদার, সেবায়েত  রঞ্জন চন্দ্র বর্মন। আরো উপস্থিত ছিলেন, বীরেন চন্দ্র রায়, সুধাংশু চন্দ্র দে, রমণী চন্দ্রশীল, ও সুব্রত চন্দ্র রায়। 

ধর্মীয় আলোচনা করেন, জীবন কুমার চক্রবর্তী।তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করে, বিশেষ বক্তব্য প্রদান করেন।

ধর্ম

আরও পড়ুন