• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:০৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

সারিয়াকান্দিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত।

রিপোর্টার : সামিউল ইসলাম সনি
সারিয়াকান্দিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত। প্রিন্ট ভিউ

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি , আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন,পৌর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান  মুনজু , কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন ,হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ মেহেদী হাসান আলো,চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান  

মাহমুদুন্নবী হিরো, চালুয়াবাড়ি  ইউনিয়ন সচিব মামুনুর রশিদ, সাংবাদিক রফিকুল ইসলাম

ও গ্রামপুলিশ মদন কুমার দাশ প্রমুখ।অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা সভা শেষে নির্বাচিত উপজেলা গ্রাম পুলিশদের সম্মাননা প্রদান করা হয়।

জাতীয়

সারাদেশ

বাংলাদেশ

আরও পড়ুন