• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৮:৫১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি করতে গিয়ে আটক ১

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি করতে গিয়ে আটক ১ প্রিন্ট ভিউ

আব্দুল হালিম সরদারঃ

ঢাকা থেকে ময়মনসিংহ  জামালপুর এবং মোহনগঞ্জগামী রেলপথে ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের স্লিপার চুরি করতে গিয়ে স্লিপারের পিন খুলার সময় ডিউটিরত আনসার বাহিনী হাতে মোঃ আশিক মিয়া (২৫) নামে একজন আটক হয়েছে। সে গফরগাঁও ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের ছেলে।  আজ (১২ জানুয়ারি) শুক্রবার সকাল সকাল ৯:৩০ মিনিটের দিকে গফরগাঁও উপজেলার ৭ নং পয়েন্ট  (বাসুটিয়া বাজার হতে হাতিখোলা বাজার ধানের খলা) থেকে তাকে আটক করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেন গফরগাঁও উপজেলা আনসার বাহির কর্মকর্তা আব্দুল হামিদ খান। আটককৃত আশিক  গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা গুশিংগা ইউনিয়নের হাইটকারচালা গ্রামের স্থায়ী বাসিন্দা। 


স্থানীয় সুত্রে জানা গেছে,  রেললাইন নাশকতা করে বিশৃংখলা করার লক্ষ্যে বাসুটিয়া এলাকায় উত্তর পাশে রেললাইনের প্যানেল ক্লিপ খুলতে থাকে পরে ডিউটিরত একদল আনসার বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে যুবক। আনসার টিমের সদস্যরা হলেন উপজেলা সহকারী কমান্ডার সুরুজ মিয়া, সিরাজ মিয়া, মতিন, দলনেতা হুমায়ুন কবীর, কমান্ডার শওকত আলী। এ অবস্থায় ধাওয়া করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮/১০ প্যানেল ক্লিপ উদ্ধার করা হয়েছে।


গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন  রেললাইন থেকে স্লিপারের প্যানেল ক্লিপ  খুলে নেয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গফরগাঁও উপজেলা  আনসার ভিডিপির প্রশিক্ষক নাজমুল মামুন বলেন আটককৃত দুস্কৃতি কারীকে স্থানীয় ইউ.পি  চেয়ারম্যানের উপস্থিতিতে গফরগাঁও  জি,আর, পি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।


গফরগাঁও উপজেলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান বলেন এব্যপারে রেলওয়ে আইনে মামলার প্রস্তুতি চলছে, মুঠোফোনে তিনি বলেন তাকে ময়মনসিংহ আদালতে হাজির করার জন্য আনা হয়েছে।  বর্তমানে তাকে ময়মনসিংহ জেলা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে  আটক রাখা হয়েছে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন