• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০২:০৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভূঞাপুরে যমুনার ফসলি জমি কেটে বিক্রি ব্যবসায়িকে জরিমানা

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে যমুনার ফসলি জমি কেটে বিক্রি ব্যবসায়িকে জরিমানা প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল, ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)

 টাঙ্গাইলের যমুনা নদী চরাঞ্চলে জেগে উঠা ফসলি জমি কেটে বিক্রির অপরাধে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা কালে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

  জরিমানাপ্রাপ্ত বালু ব্যবসায়ী ভূঞাপুর উপজেলা অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের আকবর আলী খানের ছেলে শহীদুজ্জামান অবৈধ বালু উত্তোলনের ব্যবসা করে আসছিলেন ।

  এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, জগৎপুরা এলাকায় দীর্ঘদিন যমুনা চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। সে খানে অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।

এ বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদুর রহমান জানান-নদী তীরবর্তী অনেক এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন হয় আমরা খবর পেয়েছি । নিয়মিত আমি এবং আমার এসিলেন্ড অভিযান পরিচালনা করে আসছি । আমি আবারো এই মাসে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো । এবং অবৈধ বালু যেন না উত্তোলন করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করবো।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন