• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১০:২৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

পাটগ্রাম -হাতীবান্ধা সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
পাটগ্রাম -হাতীবান্ধা সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি প্রিন্ট ভিউ

পাটগ্রাম প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৭তম বার নৌকার মাঝি হয়ে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি।লালমনিরহাট -১, পাটগ্রাম – হাতীবান্ধায় তার মনোনয়ন জমা দেওয়ায়  নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ উৎসব, চলছে মিষ্টি বিতরণ। এবিষয়ে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিক, তাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ভাবে চেনেন এবং জানেন বলেই তাকে একাধারে ৭ বার নৌকার মনোনয়ন দিয়েছেন, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। তিনি এই অঞ্চলের উন্নয়নের বরপুত্র হিসেবেই পরিচিত, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তাকে পূর্ণমন্ত্রী হিসাবে দেখবো এমনটাই আশাকরি। তবে হাতীবান্ধা-পাটগ্রামের গণমানুষের কাছে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন একজন পরিচ্ছন্ন নেতা হিসাবে পরিচিত তাই এবারের নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমনটাই মনে করছেন দলের নেতা, কর্মী,সমর্থক ও সাধারণ ভোটারগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি’র সাথে কথা হলে তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন ও জানেন বলেই আমার হাতে নৌকা তুলে দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা ও উন্নয়ন করার সুযোগ দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। পাটগ্রাম – হাতীবান্ধার মানুষ আমাকে ভালোবাসেই বলে আমি বারবার নির্বাচিত হয়ে এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের সুখেদুঃখে পাশে থাকার সুযোগ পেয়েছি। জনগণে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সবাইকে ঐক্যবদ্ধ থেকে জামাত-বিএনপির নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের চোখকান খোলা রেখে সজাগ থাকার পরামর্শ দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান।

নির্বাচন

আরও পড়ুন