• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৩:১০
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

উপজেলা প্রশাসনের সহায়তায় এতিম দুই বোন ফিরে পেল বাবার বাড়ি

রিপোর্টার : মোশাররফ হোসেন
উপজেলা প্রশাসনের সহায়তায় এতিম দুই বোন ফিরে পেল বাবার বাড়ি প্রিন্ট ভিউ

 মোশাররফ হোসেন রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সদ্য যোগদানকৃত  উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় পৈতৃক বাড়িতে উঠতে পেল দুই এতিম মেয়ে । বুধবার  ২০ সেপ্টেম্বর রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামে এ ঘটনা ঘটে । ওই গ্রামের রেখা বেগম (২০) ও রেবেকা আক্তার আইভি (১৫) এর পিতা একরামুল হক গত ৯ বছর পূর্বে মৃত্যু বরণ করেন। মৃত্যুর পরে তাদের মা আফরোজা বেগম  বিয়ে করে দ্বিতীয়  স্বামীর বাড়িতে চলে যান । এতে অভিভাবক হীন  হয়ে পড়েন দুবোন । বাবার মৃত্যুর ৪ বছর পর বড় বোনের বিয়ে হয়। ছোট বোন রেবেকা চাচার বাড়িতে আশ্রয় নেয়। একপর্যায়ে  তাদের নির্যাতনে পালিয়ে যায় উপজেলার মিলের পারে তার নানার বাড়িতে। সেখানেই  রেবেকার বিয়ে হয় গত ৩মাস পূর্বে বিদ্যানন্দ ইউনিয়নের কালীর মেলায়। সাম্প্রতিক বন্যায় তিস্তা নদীর  করালগ্রাসে রেবেকার স্বামীর বাড়ি ভেঙে যায়। তারা মাথা গোঁজার ঠাঁই হিসেবে এক প্রতিবেশীর কাছে  দু-বছরের জন্য সামান্য জমি লিজ নিয়ে বসবাস শুরু করেন। গত ১ সেপ্টেম্বর-২৩ দুই বোনের পরামর্শ করে বাবার বাড়িতে চলে আসেন। কিন্তু  চাচা ইয়াকুব আলী, আইয়ুব আলী সহ তার চাচাতো ভাইয়েরা বাড়িতে ঢুকতে দেয়নি তাদেরকে । পরে অন্যের বাড়িতে থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় থানার শরণাপন্ন হয় তারা। অবশেষে মঙ্গলবার  ১৯ সেপ্টেম্বর ইউএনও ও সাংবাদিকদের মতবিনিময় সভায় সাংবাদিক  সেকেন্দার আলী বাবলু ঘটনাটি উপস্থাপন করলে নবাগত রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বিষয়টি গুরুত্ব দেন। বুধবার  ২০ সেপ্টেম্বর সকালে উভয় পক্ষকে তাঁর কার্যালয়ে নোটিশ মারফত উপস্থিত হওয়ার আহবান জানান । ওই সময় এতিম দুই-বোন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ  উপস্থিত হলেও  চাচা গণ উপস্থিত হননি ।  পরে বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, ইউএনও কাবেরী রায়, ওসি আব্দুল্লাহিল জামান ঘটনা স্থলে গিয়ে এতিম দু বোনকে তার বাবার বাড়িতে তুলে দেন । উপজেলা পরিষদ থেকে তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়। এতিম রেবেকা বেগম এ প্রতিনিধিকে বলেন, ১৯ দিন ধরে আমরা অন্যের বাড়িতে খুবই কষ্টে ছিলাম, আজ বাবার বাড়িতে উঠতে পেরে খুবই ভালো লাগছে । রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, সাংবাদিক গণের সাথে মতবিনিময় সভায় বিষয়টি অবগত হয়ে আজ সবাই মিলে এতিম দু বোনকে তাদের বাবার বাড়িতে তুলে দিতে পেরেছি ।

সারাদেশ

ভিন্ন স্বাদের খবর

আরও পড়ুন