• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০২:৪৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ইবিতে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

রিপোর্টার : ইদুল হাসান
ইবিতে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

ইদুল হাসান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর আড়াই টায় দেশরত্ন শেখ হাসিনা হলের টিভি কক্ষে ‘বঙ্গবন্ধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট সোসাইটি’ এবং হল কর্তৃপক্ষ এটির আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল। এছাড়াও হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার ও প্রভাষক রুহুল আমিন উপস্থিত ছিলেন।  

জানা যায়, কুইজ প্রতিযোগিতায় হলের ৬৫ জন আবাসিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেন। তবে প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিকে আগামী ১৬ অক্টোবর প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবে হল কর্তৃপক্ষ। এছাড়া একই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। 

এ বিষয়ে সংগঠনের উপদেষ্টা ও হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘প্রতিটি পরীক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনামুখী হবে। আজকের এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ, বঙ্গবন্ধু, ইতিহাস-ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের অনেক সোনালী ইতিহাস রয়েছে। এই সম্পর্কে যদি আমরা নিজেরাই না জানতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে উন্নয়নের পথে, দেশপ্রেমের পথে এগিয়ে নিতে ব্যর্থ হবো।’

জাতীয়

সারাদেশ

পড়াশোনা

ইউনিভার্সিটি

আরও পড়ুন