• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৫:৩৮
ব্রেকিং নিউজ
হোম / স্বাস্থ্য

টঙ্গীবাড়িতে "রিক" এর আয়োজনে গাইনি ও মেডিসিন বিষয়ক " ফ্রী স্বাস্থ্য ক্যাম্প

রিপোর্টার : ফাহাদ মোল্লা
টঙ্গীবাড়িতে "রিক" এর আয়োজনে গাইনি ও মেডিসিন বিষয়ক " ফ্রী স্বাস্থ্য ক্যাম্প প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লা 

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নে গাইনি ও মেডিসিন বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং  রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে গতকাল বুধবার১৫ই নভেম্বর  সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আড়িয়ল ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা "গাইনি ও মেডিসিন বিষয়ক"  ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। 

উক্ত স্বাস্থ্য ক্যাম্পে  গাইনি বিষয়ে ১০১ জন এবং মেডিসিন বিষয়ে ৫৭ জন সহ  মোট  ১৫৮ জন রোগীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। 

গাইনি ডাঃ হিসেবে সেবা দিয়েছেন ঢাকাস্থ্য আদ্ব দ্বীন হাসপাতালের  সহকারি অধ্যাপক ডাঃ রাবেয়া খাতুন।

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সিগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন, শাখা ব্যাবস্থাপক মোঃ কামরুজ্জামান, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সুমন্ত ঘরামী,  মোঃ গোলাম রাসেল,  মোঃ তামিম মাহমুদ, মোঃ নুর ইসলাম সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, ইডিও, এমআইএস কর্মকর্তা সাইফুল এবং স্বাস্থ্য পরিদর্শকগন সার্বিক ভাবে সহযোগিতা করেন।

স্বাস্থ্য পরামর্শ

আরও পড়ুন