• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:১৮
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

ইবি কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগ ভিত্তিহীন: শাখা ছাত্রলীগ

রিপোর্টার : ইদুল হাসান
ইবি কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছনার অভিযোগ ভিত্তিহীন: শাখা ছাত্রলীগ প্রিন্ট ভিউ

ইবি ক্যাম্পাস প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কর্তৃক কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যাচার বলে দাবি করেছেন ইবি শাখা ছাত্রলীগ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এ বিষয়ে দলীয় অবস্থান বর্ণনা করেন।

এ সময় তারা বলেন, ‘মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম তার বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম জড়িয়ে যে মিথ্যাচার করেছে তা ভিত্তিহীন এবং মানহানিকর। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ঘোলাটে করা ও বঙ্গবন্ধুর আদর্শের ভ্যানগার্ড ছাত্রলীগকে বিতর্কিত করার জন্যই তিনি এমন বক্তব্য প্রদান করেছে বলে আমরা মনে করি। তার এহেন বক্তব্যের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত এজেন্ডাকে বাস্তবায়ন করতে ও আগামী জাতীয় নির্বাচনের আগে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এই উদ্দেশ্যকে কোনো দিন বাস্তবে রূপ দিতে দেবে না বাংলাদেশ ছাত্রলীগের ইবি শাখা।’

শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘সেদিন কর্মকর্তা সমিতির সভাপতির সাথে আমার কোনো দেখাই হয়নি। আমরা তার বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি। তবে আপাতত আইনগত কোনো পদক্ষেপ নিচ্ছি না আমরা।’

জাতীয়

রাজনীতি

ইউনিভার্সিটি

আরও পড়ুন