• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৩:৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতীক বরাদ্ধ পেলেন যারা

রিপোর্টার : মোঃ খোকন
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতীক বরাদ্ধ পেলেন যারা প্রিন্ট ভিউ

মোঃ খোকন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 

১৮ ডিসেম্বর ২০২৩ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬ টি আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৩৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ সময় দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দের প্রতীক দেওয়া হয়।সোমবার(১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.হাবিবুর রহমান।এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আলোচিত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন কলার ছঁড়ি প্রতীক। আওয়ামীলীগের প্রার্থী বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীক ,জাতীয় পার্টি-মো. শাহানুল করিম লাঙ্গল প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-মো. ইসলাম উদ্দিন দুলাল মোমবাতি পেয়েছেন।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন পেয়েছেন কলার ছড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই বারের সাংসদ এড. জিয়াউল হক মৃধা পেয়েছেন ঈগল পাখি ও জোট প্রার্থী হিসেবে এড. রেজাউল ইসলাম ভূইয়া পেয়েছেন লাঙ্গল প্রতীক। তৃণমূল বিএনপির প্রার্থী ব্যারিষ্টার মঈনুল হাসান তুষার সোনালী আশঁ। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ-বর্তমান সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিও পেয়েছেনে কাঁচি প্রতীক। ইসলামী ফ্রন্ট সৈয়দ মোঃ নুরে আজম মোমবাতি প্রতীক। বাংলাদেশ খেলাফত আন্দোলন-মাওলানা মজিবুর রহমান হামিদি বটগাছ, ন্যাশনাল পিপলস পার্টি-সৈয়দ মাহমুদুল হক আক্কাস আম প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টি-সোহেল মোল্লা একতারা, তৃণমূল বিএনপি জামাল রানা নোঙ্গর। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আইনমন্ত্রী এড. আনিসুল হক, ন্যাশনাল পিপলস পার্টি- শাহীন খানের প্রতীক আম,বাংলাদেশ তরিকত ফেডারেশন- ছৈয়দ জাফরুল কদ্দুছ পেয়েছেন ফুলের মালা। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন হতে ৫ জন প্রার্থী লড়ছেন তারা হলো আওয়ামীলীগ-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল পেয়েছেন নৌকা, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী- ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ, জাতীয় পার্টি-মোবারক হোসেন দুলু নাঙ্গল প্রতীক, ইসলামী ঐক্যজোট- মেহেদী হাসান মিনার প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি-মো. জামাল সরকার একতারা প্রতীক, বাংলাদেশ তরিকত ফেডারেশন-ছৈয়দ জাফরুল কদ্দুস ফুলের মালাও তৃণমূল বিএনপি-মুফতী হাবিবুর রহমান সোনালী আশঁ।   ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে ক্যাপ্টেন অব. এ বি তাজুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টি-অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন নাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রীম পার্টি-কবির মিয়া একতারা ও ন্যাশনাল পিপলস পার্টি-সফিকুল ইসলাম আম। প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সব কয়েকটি আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দুপুরের পর থেকেই ৬টি আসনের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, নির্বাচনের প্রচার প্রচারণায় আচরণ বিধি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি নির্বাচনী আসনে ভোটার সংখ্যা ২৩ লাখ ৭০ হাজার ৭১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩১ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার রয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮২৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫৫টি। আগামী ৭ জানুয়ারী  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনীতি

ফলাফল

আরও পড়ুন