• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:৫৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

দৈনিক যুগান্তর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
দৈনিক যুগান্তর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রিন্ট ভিউ

আনোয়ার হোসাইন(হৃদয়)রাঙ্গাবালী - পটুয়াখালী প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। পরে উপজেলা চত্ত্বরে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরআগে উপজেলা পরিষদ মিলনায়তনে সুধী সমাবেশ করা হয়। এ সময় কেক কেটে দিনটি উযাপন করা হয়।

এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের রাঙ্গাবালী উপজেলার স্টাফ রিপোর্টার  কামরুল হাসান। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,  রাঙ্গাবালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খান। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মোঃ কামাল হোসেন।

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জানান আরিফ। ছোটবাইসদিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল পাশা। রাঙ্গাবালী সরকারি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম  সোহাগ, রাঙ্গাবালী  হালিমা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম বিপ্লব,  রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল। 


এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন শোভন, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা শাহাদাত হোসেন, যুগান্তরের স্থানীয় প্রতিনিধি বনি ইয়ামিন, পায়রা বন্দর প্রতিনিধি আজিজুর রহমান সুজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।

বক্তারা বলেন, যুগান্তর পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে। খুব অল্প দিনেই এটি একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে পাঠকের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ ও অপোসহীন সংবাদ পরিবেশনে যুগান্তর শীর্ষ পর্যায়ের একটি সাহসী দৈনিক। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহসীকতা নিয়ে এগিয়ে চলছে যুগান্তর। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা। বক্তারা আরও বলেন, অতীতের মত ভবিষ্যতেও উপকূলের মানুষের দুঃখ-দুর্দশা ও সাফল্য-সম্ভাবনাসহ সকল বিষয় উঠে আসুক পাঠকপ্রিয় যুগান্তরে। উপকূলের সংবাদগুলোকে আরও গুরুত্ব দিয়ে প্রকাশের দাবি জানান।

সারাদেশ

আরও পড়ুন