• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:৪৬
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

ভূঞাপুরে সংবাদ প্রকাশের পর বোর্ডের নির্ধারিত ফি নিয়ে ছাত্রী ভর্তি

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে সংবাদ প্রকাশের পর বোর্ডের নির্ধারিত ফি নিয়ে ছাত্রী ভর্তি প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রি  কলেজে একাদশ শ্রেণিতে অতিরিক্ত ফি নিয়ে ছাত্রী ভর্তির করার অভিযোগ শিরোনামে দৈনিক নব দিগন্ত অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর রবিবার বোর্ড কর্তৃক নির্ধারিত ১ হাজার ৫শ ২৪ টাকা নিয়েই ছাত্রী ভর্তি করা হচ্ছে। 

বোর্ডের অতিরিক্ত ফি নিয়ে ছাত্রী ভর্তি সংক্রান্ত খবর গত ২৮ সেপ্টেম্বর দৈনিক নব দিগন্তসহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন একটি পোষ্টে মন্তব্যে লিখেন যে, বিষয়টি বেশ কয়েকদিন আগেই আমার নজরে এসেছিল আমি যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ করেছি।

রবিবার (১ আগষ্ট) নির্বাহী অফিসারের প্রতিনিধি কলেজে গিয়ে বোর্ডের ফি ব্যতিত অতিরিক্ত ফি নিতে নিষেধ করলে নানা জল্পনা কল্পনা শেষে ১ হাজার ৫শ ২৪ টাকা নিয়েই ভর্তি করে। আগে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল তাদের অতিরিক্ত টাকা ভর্তি কার্যক্রম শেষ হলেই ফেরত দেওয়া হবে বলেও জানায় কলেজ কর্তৃপক্ষ।

জাতীয়

সারাদেশ

পড়াশোনা

কলেজ

ভর্তি

আরও পড়ুন