• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:০১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফরিদপুরে মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান।

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরে মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান। প্রিন্ট ভিউ

আঃসালাম মোল্লা :

ফরিদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে 'মা ইলিশ রক্ষা অভিযানে '২২ তম দিবসে রবিবারে ফরিদপুরেপ্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে 'মা ইলিশ রক্ষা অভিযানে '২২ তম দিবসে রবিবারে ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএওফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম এরনেতৃত্বে  জেলা মৎস কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর তত্ত্বাবধানে মা ইলিশ রক্ষা অভিযানে ২২ তম দিবস রবিবারেপদ্মা নদীতে  অভিযান চালায় । 

সুযোগ্য ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারপিএএ ও ফরিদপুরেরপুলিশ সুপার মো: শাজাহান পিপিএম,শত কর্ম ব্যস্ততার মধ্যে, ২২তমদিবসে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত করায়বিভিন্ন সুশীল সমাজ তাদের এই মহতি কাজে অবিভূত এবং অভিবাদন  জানিয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলামৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান, সরকারি মৎস্য কর্মকর্তা  এমএম,আজম ,(ইলিশ প্রকল্প)সহকারি মৎস কর্মকর্তা  জুয়েল রানা, জেলাপুলিশে বিশেষ টিম।

জেলা মৎস্য অধিদপ্তর মা ইলিশ রক্ষা অভিযানের জন্য  ব্যাপকভাবে প্রচারও ব্যাপক অভিযান পরিচালিত করে লক্ষ লক্ষ টাকার জালওহাজার হাজার টাকার  চায়না দুয়ারী আগুনে পুড়িয়ে বিনষ্টকরাহয়েছে ফরিদপুরজেলারসবকটি।উপজেলায়। প্রশাসনে সুদক্ষ ভাবেঅভিযান পরিচালনা করে মা ইলিশ রক্ষা  অভিযানে  জনসচেতনা মূলক উদ্বুদ্ধ করেছে।

সুশীল সমাজ প্রশাসনকে এভাবে প্রতিবারে  মা ইলিশ রক্ষা অভিযান ও জাটকা সংরক্ষণ  অভিযান পরিচালনা করার জন্য জোর দাবি জানাচ্ছে।

সারাদেশ

আরও পড়ুন