• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:২৬
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

কুলা মার্কায় ভোট চাইলেন মাহি বি চৌধুরী

রিপোর্টার : ফাহাদ মোল্লা
কুলা মার্কায় ভোট চাইলেন মাহি বি চৌধুরী প্রিন্ট ভিউ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  (মুন্সীগঞ্জ-১) আসন শ্রীনগর-সিরাজদিখানে গনসংযোগকালে শ্রীনগর  সার্কেল অফিসের সামনে কুলা মার্কার ভোট চান মাহি বি চৌধুরী এ সময় তিনি আরও বলেন আমি গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী আর ডাকাত দলের সর্দার হতে আসি নাই  এসেছি এদেশের মানুষের উন্নয়ন করার লক্ষ্যে।বৃহস্পতিবার  শ্রীনগর-সিরাজদিখান (মুন্সীগঞ্জ-১) আসনে গনসংযোগকালে শ্রীনগর  সার্কেল অফিসের সামনে  ও নিমতলা আওলাদ হোসেন সুপার মার্কেটের সামনে পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদেরকে বলা হয় মানুষ ভাল, কিন্তু কাজ করে নাই। এটা মিথ্যা কথা। গত ৫ বছরে শ্রীনগর ও সিরাজদিখানে ৬৩০ কোটি টাকার কাজ করছি।  আপনারা জানেন আমার দল ছোট, রাজনীতিও ঠান্ডা। আমার কর্মীরা গত ২০/২৫ বছর ধরে আমার সাথে আছে আছে, তাদের নিয়ত পরিস্কার। আমার কর্মীরা কোটি কোটি টাকার পাহাড় গড়ে নাই। একটি টাকাও চাঁদাবাজি করে নাই। রাজনীতিতে একটি জিনিস শিখেছি, কর্মী যত কম মানুষের শন্তি ততো বেশী। কর্মী যত বেশী,মানুষের শান্তি ততো কম। তিনি আগামী ৭ জানুয়ারী কুলা মার্কায় ভোট দিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের জনগনকে শান্তিতে থাকার আহবান জানান।

পথ সভায় উপস্থিত ছিলেন, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সিরাজদিখান থানার বিকল্পধারার আহবায়ক শাহ আলম আলমাস,যুগ্ন আহবায়ক বজলুর রহমান বেপারী, যুগ্ন আহবায়ক ও কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু , শ্রীনগর উপজেলা বিকল্পধারার সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামান ঝিলু, যুবধারার সভাপতি কবির হোসেন, যুগ্ন আহবায়ক ইলিয়াস হোসেন শাওন সহ আরো অনেকে।


রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন