• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:৫৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

উপকূলীয় কয়রা উপজেলায় মুমূর্ষু রোগীদের ভালোবাসার নাম কয়রা ব্লাড ব্যাংক।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
উপকূলীয় কয়রা উপজেলায় মুমূর্ষু রোগীদের ভালোবাসার নাম কয়রা ব্লাড ব্যাংক। প্রিন্ট ভিউ

উপকূলীয় অঞ্চল, কয়রা প্রতিনিধিঃ

সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানব সেবামূলক কাজের ভূমিকা অপরিসীম। বর্তমানে এখাতে হাজার হাজার তরুণ-তরুণী নিজেদের আত্ননিয়োগ করে দেশ ও জাতির সেবায় কাজ করছে। তারা দুস্থদের সহযোগিতা, দারিদ্র রোগীদের সেবা, রক্তদানসহ নানাবিধ মানব কল্যানে নিয়োজিত। সংগঠনটির সেচ্ছাসেবীরা নানামুখী সামাজিক কাজে ভূমিকা অপরিসীম।

কয়রা ব্লাড ব্যাংক মুমূর্ষু রোগীদের জরুরী রক্তের চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে। রক্তদান হচ্ছে সবচেয়ে বড় একটি মানব সেবামূলক ইবাদত। জরুরী মূহুর্তে এক ব্যাগ রক্তই পারে একজন রোগীর জীবন বাঁচাতে।

প্রতিনিয়ত রক্তের অভাবে ঝরে যাচ্ছে হাজারো প্রাণ। কিন্তু সামাজিকভাবে স্বেচ্ছায় বাংলাদেশে রক্তদাতাদের সংখ্যা নিতান্তই অপ্রতুল।

এর কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রক্তদান সম্পর্কে সচেতন নই, রক্তদানের কথা শুনলে আমরা ভয় পাই। কিন্তু আমরা যদি রক্তদান সম্পর্কে জানতে পারি, নিজেকে সচেতন করতে পারি ও মানবসেবায় নিজেকে উজ্জীবিত করতে পারি। তাহলে রক্তদান সম্পর্কে ভয়টাকে জয় করতে পারবে

কয়রা উপজেলার মাটিতে রক্তের অভাবে যেন একটি মানুষও মৃত্যুবরণ না করে এই উদ্দেশ্য নিয়ে ২০১৮ সালে কয়রার প্রতিভাবান তরুণ  মোস্তাফিজুর রহমান (সোহাগ ) সোহাগ বাবু, নূরী আলম ও কয়েকজন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শুরু করে অনলাইন ভিত্তিক এরক্তদান সংগঠন কয়রা ব্লাড ব্যাংক

কয়রা ব্লাড ব্যাংক এর মানবিক সেচ্ছাসেবীরা  সেবা গ্রহীতার কাছ থেকে কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই রক্তদানে কাজ করে যাচ্ছ।

কয়রা ব্লাড ব্যাংক কমিটি গঠন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং সুশীল সমাজের ২৩ জন মানবিক সেবক । যারা সার্বক্ষণিক রক্তদানে সংগঠন টি পরিচালনা করছেন । ০৩ হাজারেরও বেশি রক্তদাতা বা ডোনারের বিস্তারিত তথ্য-উপাত্ত সংযুক্ত আছে কয়রা ব্লাড ব্যাংক পরিচালনা পরিষদের কাছে।

কয়রা বাজার সভাপতি সরদার জুলফিকার আলম বলেন, মানুষের জীবনযাপন অতিসাধারণ। কয়রা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের প্রাণের সংগঠন কয়রা ব্লাড ব্যাংক রক্তদানে এগিয়ে যাচ্ছে। তাছাড়া তিনি এ সংগঠনটির বিভিন্ন সাহায্য-সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

কয়রা ব্লাড ব্যাংক এর শুভাকাঙ্ক্ষী  গণ  বলেন, মুমূর্ষু অবস্থায় একজন রোগীকে রক্তদান করার মত মহৎ কাজ আর হতে পারেনা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের রক্তদানমূলক সামাজিক সংগঠন কয়রা ব্লাড ব্যাংক সেচ্ছাসেবী টিম মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে কাজ করছে। তারা এ সামাজিক সংগঠনটির পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ

আরও পড়ুন