• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৮:৫৬
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

শেরপুর -৩ আসনে আব্দুল্লাহেল ওয়ারেজ নৌকার মনোনয়ন প্রত্যাশী।

রিপোর্টার : রাকিবুল হাসান রাকিব
শেরপুর -৩ আসনে আব্দুল্লাহেল ওয়ারেজ নৌকার মনোনয়ন প্রত্যাশী। প্রিন্ট ভিউ

রকিবুল হাসান রাকিব, শেরপুরঃ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলার বার বার উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আব্দুল্লাহেল ওয়ারেজ ( নাঈম )

তিনি সততা এবং নিষ্ঠার সাথে বিগত (৩০) বৎসর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর আদর্শের নৌকা প্রতীক নিয়ে (২০১৮) সালে,ঝিনাইগাতী উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করেন। এবং বিপুল ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোন। এবং যথাযথ ভাবে গরীব ও অসহায় মানুষের সেবা দিয়ে আসছেন। তার এ-ই সততা আর ভালবাসায় মুগ্ধ পুরো উপজেলা বাসী। তাই ঝিনাইগাতী উপজেলা বাসী এখন নাঈমকে ( এমপি ) হিসেবে দেখতে চায়।

জানা যায়, স্বাধীনতার (৫২ ) বছরেও ঝিনাইগাতীর মাটিতে জাতীয় সংসদ নির্বাচন করার মতো কোনো একজন সৎ সাহসী ও নেতা দেখা যায়নি। নাঈম শুধু আওয়ামী লীগের একজন নেতাই নয়, তিনি ঝিনাইগাতী উপজেলাবাসীর নয়নের মণি। তিনি এদেশের মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ-র আদর্শের এক বিপ্লবী ও লড়াকু সৈনিক। আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম।

ঝিনাইগাতীবাসী বলেন, স্বাধীনতার (৫২) বছরেও আমরা আজও কোনদিন এমপির সাধ পাইনি। এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে সবাই হাতে হাত মিলিয়ে, ঝিনাইগাতীর মাটিতে নাঈমকে ( এমপি ) বানাবো ইনশাআল্লাহ।

জননেতা নাঈম বলেন, আমি জনগণের ভালোবাসায় আজ তৃণমূল থেকে এপর্যন্ত উঠে এসেছি। তাই, আমি যতদিন বেঁচে থাকবো, জনগণের সেবা করে যাবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে, ন্যায়ও নিষ্ঠার সাথে যেন বিগত দিনগুলো গরীব-দুঃখীদের সেবা দিয়ে যেতে পারেন তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি আমার দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুর হাতেগড়া বাংলাদেশকে শোষণের হাত থেকে রক্ষা করতে ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, শেরপুর (৩) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।

রাজনীতি

আরও পড়ুন