• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৫:৫৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

এসপি নূরে আলমের বিপিএম পদক অর্জন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
এসপি নূরে আলমের বিপিএম পদক অর্জন প্রিন্ট ভিউ

আব্দুল হালিম সরদার :

 রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে পুলিশ পদক পেলেন জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম । এবার বিপিএম (সেবা) পদক লাভ করেছেন তিনি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘বিপিএম—সেবা’ পদক পরিয়ে দেন।

প্রতি বছর পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে তাঁদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)সেবা এর মাধ্যমে পুরস্কৃত করা হয়।

এছাড়াও  বিশেষ অবদানের জন্য পুলিশ বাহিনীর ৪০০ কর্মকর্তা ও সদস্যকে সম্মানসূচক পদক পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের পদক পরিয়ে দেন। 

এ বছর ৪০০ পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়েছেন।

এর  মধ্যে এবছর   (২৭ ফেব্রুয়ারি)  অনুষ্ঠিত  অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৩৫ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’।  গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)—সেবা’ এবং ২১০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)—সেবা’।

এ সময় জীবন উৎসর্গকারী নয়জনের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) তুলে দেন শেখ হাসিনা

বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা— এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। যারা এ পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম—পিপিএম উপাধি যুক্ত হয়

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, টানা ১৪ বার ওয়ারেন্ট তামিলে  তাহলে শ্রেষ্ঠ,  অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় জয়পুরহাট  পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম এবার বিপিএম (সেবা) পেয়েছেন। নূরে আলম  তাঁর কর্মদক্ষতার জন্য এর আগে ২০২৩  সালে পুলিশের ওয়ারেন্ট  তামিলে একাধিকবার পুরস্কৃত করেছেন।

নূরে আলম  বিপিএম গত বছরের  জয়পুরহাট  জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি গাজীপুর  মহানগর গোয়েন্দা পুলিশের  উপ—কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালন করেচেন।   নূরে আলম , বিপিএম এর যোগ্য ও দক্ষ নেতৃত্বে জয়পুরহাট  জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃংখলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। মোহাম্মদ নুরে আলম , বিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ  উপজেলার গর্বিত সন্তান।

সফলতার গল্প

আরও পড়ুন