• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:৩৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

স্মার্ট স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা

রিপোর্টার : সাইফুল ইসলাম
স্মার্ট স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা প্রিন্ট ভিউ

সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের জন্য শুরু হলো স্মার্ট স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা।

শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের পাঠানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্মার্ট স্কুলবাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেশের প্রথম স্মার্ট জেলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্ভোধনকৃত স্কুল বাসে প্রেজেন্সলেস, পেপারলেস ও ক্যাশ-লেস প্রযুক্তিসহ নানা ধরনের প্রযুক্তিগত সুবিধা রয়েছে এ স্কুল বাসে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ডিজিটাল হাজিরা যন্ত্রের সামনে স্মার্ট কার্ড ব্যবহার করে স্মার্ট বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

একই দিন দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে একটি ‘স্মার্ট স্কুল বাস’। এ সময় বাসে চট্টগ্রাম নগরের ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী ছিল। তাঁদের প্রত্যেকেই স্মার্ট কার্ড চেপে বাসে ওঠে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে শিক্ষার্থীদের নিয়ে এটি সড়কে চলবে। চলতি বছরের জন্য বাসগুলোতে শিক্ষার্থীরা ৫টাকা মূল্যে যাতায়াত সুবিধা পাবে। তবে আগামী বছর নগরীর যেকোনো প্রান্ত থেকেই শিক্ষার্থীরা ১০ টাকা ভাড়া দিয়ে নিজ নিজ স্কুলে যেতে পারবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অত্যাধুনিক এ পরিবহণ সেবা প্রসঙ্গে জেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীরা বাসা উঠে বা নামার সময় হাজিরা যন্ত্রের সামনে স্মার্ট কার্ড চাপ দিলেই খুদে বার্তা পেয়ে যাবেন অভিভাবকরা। এ ছাড়াও ঘরে বসেই জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাস ও শিক্ষার্থীর অবস্থানও দেখতে পারবেন তারা। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত,অভিভাবকদের ভোগান্তি, যানজট ও জ্বালানি খরচ কমানোর জন্য এই স্মার্ট বাস প্রকল্পটি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আবুল মোমেন বলেন, প্রকল্পটি চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন, তবে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শিক্ষার্থীদের। সঠিক রক্ষণাবেক্ষণেই এই প্রকল্প দীর্ঘস্থায়ী হবে এবং শিক্ষার্থীরা আরও বেশি লাভবান হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আশা করছি এটিকে একটি টেকসই প্রকল্প হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নগরের পতেঙ্গা-হালিশহর এলাকার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আরও ১০টি বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন রাশেদ মোস্তফা, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম, চট্টগ্রাম নগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং চট্টগ্রাম জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভার ও গার্ল-ইন রোভারবৃন্দ।

সারাদেশ

আরও পড়ুন