• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , দুপুর ০২:৫৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

টাঙ্গাইলে ধর্ষণে নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের বাবা -বড় মনির নয়.।

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
টাঙ্গাইলে ধর্ষণে নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের বাবা -বড় মনির নয়.। প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:

সোমবার (৯ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত না মেলায় টাঙ্গাইলের শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ( বড় মনির) কে জামিনের নির্দেশ দেন।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু  ও বড় মনিরের ছোট ভাই এমপি ছোট মনিরের পার্সোনাল সেক্রেটারি ইসমাইল হোসাইনের দেওয়া তথ্য সূত্রে, ডিএনএ টেস্টের রিপোর্টে আসে, ধর্ষণের শিকার নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের পিতা বড় ম‌নি‌র নয়। ফলে বড় মনিরের জামিনে আর কোন বাঁধা নেই। টাঙ্গাইল-২ (‌গোপালপুর-ভুঞাপুর) আস‌নের সংসদ সদস‌্য তানভীর হাসান ওরফে ছোট মনি‌রের বড় ভাই এবং জেলা বাস-মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব ও টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রকে  গত ২১ আগস্ট ধর্ষণ মামলায়  হাইকোর্টের দেওয়া জা‌মিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এসময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্ট রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত। গত ১২ জুলাই ধর্ষণ মামলায় বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্টের নির্দেশ দেন আদালত। ২১ আগস্ট ডিএনএ টেস্টের রেজাল্ট আপিল বিভাগে দাখিল করতে বলা হয়েছিল।

ধর্ষণে নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতক সন্তানের বাবা টাঙ্গাইল আওয়ামী লী‌গের নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌র নয় মর্মে ডিএনএ টেস্ট রিপোর্টে ৯ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত না মেলায় টাঙ্গাইলের শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ( বড় মনির) কে জামিনের নির্দেশ দেন।

ধর্ষন

আরও পড়ুন