• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১২:৪৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে ফ্রী ছানী অপারেশন ও চক্ষু ক্যাম্প

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
টংগিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে ফ্রী ছানী অপারেশন ও চক্ষু ক্যাম্প প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লাঃ

টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চবিদ্যালয়ের হল রুমে পিকেএসএফ এর অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে গ্রীন আই হাসপাতাল,  নারায়নগঞ্জ  এর কারিগরি সহযোগিতায় ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

গতকাল ২ ডিসেম্বর ২০২৩ ইং শনিবার সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ফ্রী চক্ষু ক্যাম্পে ২৫০  জন উপকারভোগীকে সেবা প্রদান করা হয় এবং  ফ্রী ছানী অপারেশনের জন্য  ৬৭ জন উপকারভোগীকে নির্বাচন করা হয় যাদের মধ্যে থেকে ৩০ জনকে আগামী ৫ ডিসেম্বর  ২০২৩ ইং মঙ্গলবার গ্রীন আই চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রী ছানী অপারেশনের ব্যবস্থা করা হবে।ফ্রী চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন আড়িয়ল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মো মতিউর রহমান সেন্টু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোয়াজ্জেম হোসেন, বালিগাও শাখার শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বালিগাও শাখার সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ হোসেন  ও ইউপি সদস্যবৃন্দ।ফ্রী চক্ষু ক্যাম্পে সেবা প্রদান করেন ডাঃ মোঃ রাজিব খান ও ডাঃ দ্বীপ চন্দ্র দাস ,গ্রীন আই চক্ষু হাসপাতাল,নারায়নগঞ্জ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  

  সুমন্ত ঘরামী,সমৃদ্ধি সমন্বয়কারী,আড়িয়ল ইউনিয়ন  ও গাজী মোঃ আউয়াল,সিনিয়র প্রোগ্রাম অফিসার,প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি।  সহযোগিতায় ছিলেন তামিম মাহমুদ ,সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা,জিএম তরিকুল ইসলাম ,সমৃদ্ধি উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা,সাইফুল ইসলাম ,এমআইএস কর্মকর্তা,মাহফুজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা বালিগাঁও। এছাড়াও বিশেষ সহযোগিতায় ছিলেন  আড়িয়ল  ইউনিয়নের সকল স্বাস্থ্য পরিদর্শকগন , শিক্ষকগন,যুব প্রতিনিধি ও প্রবীণ প্রতিনিধিগন। 

অত্র ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোয়াজ্জেম হোসেন  বলেন,” রিক প্রতি বছর আড়িয়ল ইউনিয়নে চক্ষু ক্যাম্পের আয়োজন করে থাকে।  তারা ৩০ জন মানুষের ফ্রী ছানী অপারেশন করাচ্ছে।তাদের এ উদ্যোগটি মহতী উদ্যোগ। চক্ষু ক্যাম্প আয়োজনের ফলে এলাকার মানুষ খুবই সন্তুষ্ট এবং তারা সেবা পাচ্ছে। রিক সর্ব সময় আড়িয়ল ইউনিয়নে এমন জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রাখুক এটাই আমারা প্রত্যাশা করি।”

সারাদেশ

আরও পড়ুন