• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৩:৫৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

চরভদ্রাসনে জাকের সুরাপাউবো সংরক্ষিত বাধ অব্যবস্থাপনায় ধস।

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসনে জাকের সুরাপাউবো সংরক্ষিত বাধ অব্যবস্থাপনায় ধস। প্রিন্ট ভিউ

আঃসালাম মোল্লা, স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরে চরভদ্রাসন জাকের সুরা স্থানে গতকাল সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ড এ-র সহকারে প্রকৌশলী আলতাফ হোসেন ওবিকালে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরশে'দও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাউসার হোসেন এবং ৩নংচরভদ্রাসন পরিষদের চেয়ারম্যান আজাদ আজাদখান ধসে যাওয়া স্থান প্রদর্শন করেন।

সরেজমিনে সকালে,চরভদ্রাসন জাকেরসুরা পদ্মা নদীতে নদী সংরক্ষণ প্রকল্পে বাঁধের যে স্থান বাঁধেধস দেখা গেছে সেই অংশে নদীতে স্রোতেরচাপ ওগভীরতা অনেক অনেক বেশী  দেখা যায়। 

দেখাযায়,৬০মিটারের অধিক সম্প্রতি ধ্বসে পড়েছে, আরও ৩০মিটার বন্যায়  প্রর্বল  পানির চাপে ধসে পড়েছে।

এ দিকে এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানায়,গতকয়েকদিন আগে হঠাৎ করে ৬০মিটারের অধিক জায়গার তলদেশের মাটি ধসে পড়েছে। বালু ব্যবসীর বলগেটের কারনে ধসে পড়েনি।এরা আরও জানায় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে পর্যাপ্ত  পরিমাণ জিও ব্যাগ এবং সিসি ব্লক না দেওয়ায় তল দেশের মাটি সড়ে যাওয়ায়পানি উন্নয়ন বোডে'র" নদী সংরক্ষণ প্রকল্পে বাধে  ধ্বসে যায়।

সরেজমিনে,পানি উন্নয়ন বোর্ডের নদী সংরক্ষণ বাধ ধসে যাওয়া অংশ পদ্মা নদীর পানির স্রোত  তীব্রতা ওদেখে বুঝে যাচ্ছে ধসে যাওয়া অংশ গভীরতা অনেক বেশী।

এসময় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আলতাফ হোসেন ওআমিএবংতার এক স্টাফ আর কেউনেই,তিনিজানায়,বলগেটের লোহার হেবি পাইপের চাপে নদী সংরক্ষণ বাধে ধসে পড়েছে। তলদেশে পর্যাপ্ত পরিমাণ জিওব্যাক  এবং সিসি ব্লক না থাকায়এবংস্রোত বেশি বিধায় তলদেশের মাটি সড়ে যাওয়ায়ই এধস। তিনি আরও জানায়,শাহিনুজ্জামান এ-র বলগেটের বালিমিশ্রিতপানিসেইপানিচুইয়েআসায়,৪০০মিটারদূরহতে কিভাবে পানিচুইয়ে আসে শাহিনুজ্জামানের বলগেটেতো দুরে ওধসেযাওয়া অংশতো অনেক উঁচু। আসল অপরাধি ঢাকতেউপ-প্রকৌশলী এমন বেমালুম বক্তব্য বলে অনেকেই মনে করছে। 

সুশীল সমাজ ওএলাকা বাসীরদাবীপানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনায় ওপর্যাপ্ত পরিমাণ সিসি ব্লকওজিও ব্যাক না দেওয়া কে নিজেরদোষ অন্যর কাঁদে অপরাধে দোষী সাব্যস্ত করারচেষ্টা করছে।

এলাকাবাসী দোষীকে সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার দাবীকরছে। 

সারাদেশ

আরও পড়ুন