• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০২:১৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভূঞাপুরে সচিবের ডাকে যাচাই বাছাইয়ে যায়নি যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ভূঞাপুরে সচিবের ডাকে যাচাই বাছাইয়ে যায়নি যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল, ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)

  টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ডাকে সারা দেয়নি কোনো মুক্তিযোদ্ধা। 

   বুধবার (৭ফেব্রুয়ারি) ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধাহত ৮২ জন মুক্তি যোদ্ধার মধ্য ৭০ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে যাচাই-বাছাইয়ে মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে ডাকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান। উক্ত যাচাই-বাছাইয়ে উপস্থিত হন মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মাহবুবুর রহমান। নিয়ম

অনুযায়ী সকাল ১১টায় মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই-বাছাই করার কথা থাকলেও কোনো মুক্তিযোদ্ধা সেখানে হাজির হয় নাই। 

মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান বলেন ওখানে হাজির হলে আমাদের সম্মানের হানি হতে পারে বিধায় উপস্থিত হইনি। 

মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম মাহবুবুর রহমান জানান, মুক্তি যুদ্ধ হয়েছে ৭১ সালের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকা অনুযায়ী যারা শহিদ হয়েছে তাদের ভাতা দেওয়া হতো প্রথমে ১ শ টাকা আর  যোদ্ধাহতদের ৭৫ টাকা।  ২০০৩ /২০০৪ সালের দিকে হিউজ পরিমাণে যুদ্ধাহত মুক্তি যোদ্ধা হয়ে গেলো। একাধিকবার যাচাই-বাছাইয়ের পরিকল্পনা করা হলেও সঠিক কোনো তালিকা এখনো করা যায় নি। এখন অনেক মুক্তি যোদ্ধাই মারা যাচ্ছে তারা কি যুদ্ধাহত থাকবে নাকি সাধারণ মুক্তি যোদ্ধা হয়ে থাকবে? এই এলাকায় যে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে তাদের কথা আমি শুনতে এসেছি যে আদৌ তিনি যুদ্ধাহত কি না, কোথায় আহত হয়েছেন, কেউ দেখেছেন কি না, কোথায় চিকিৎসা নিয়েছেন ইত্যাদি। সে যদি আমাদের ডাকে সারা না দেয় আমরা ধরে নেবো আসলেই তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান। 

সারাদেশ

আরও পড়ুন