• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১২:৫১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

এসআই কমল ও তার টিমের অভিযানে ভিকটিমকে উদ্ধার করে (৩) জনকে গ্রেফতার।

রিপোর্টার : মোঃ কামাল উদ্দিন (বিশেষ প্রতিনিধি)
এসআই কমল ও তার টিমের অভিযানে ভিকটিমকে উদ্ধার করে (৩) জনকে গ্রেফতার। প্রিন্ট ভিউ

চট্টগ্রাম নগরীর (৩) ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। বুধবার (২০) ডিসেম্বর রাত আনুমানিক ১০ টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী মিনার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনী এলাকার, শফি কলোনীর সুমন শেখ (২২), শেরশাহ নুরু মিয়ার কলোনীর আল আমিন (২৬), শেরশাহ দিঘীর পাড় এলাকার মো. সুমন (২১)।

পুলিশ জানায়, চট্টগ্রাম বাঁশখালী থেকে মো. সেলিম উদ্দিন ও সহযোগী রাকিবুল ইসলাম রনি পিকআপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ মোড়ে বিরতি দেওয়ার সময় ছিনতাইকারীরা রাকিবুল ইসলাম রনিকে ভয়ভীতি দেখিয়ে শেরশাহ কলোনী দিঘীর পাড় এলাকায় মসজিদের মাঠে নিয়ে আটকে রাখে। রনির মোবাইল থেকে তার বাবা ও চালক মো. সেলিম উদ্দিনকে মোবাইল করে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য টাকা দাবী করে। 

এসময় সেলিম উদ্দিন (৩৮) বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে অবহিত করলে, পুলিশের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে এস আই কমল ও তার টিমের সদস্যদের সঙ্গে নিয়ে ভুক্তভোগী রনিকে উদ্ধার করে। এসময় ছিনতাইকৃত ২ টি মোবাইলসহ আসামিদের গ্রেপ্তার করে।

এঘটনায় বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহা জানান, ঘটনা সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিক একটি অভিযানিক একটি দল ভিকটিমকে উদ্ধার করে ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং ছিনতাইকৃত, মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন