• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৯:১৬
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

ভূঞাপুরে দুর্গম চরঞ্চলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে দুর্গম চরঞ্চলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর দূর্গম চরঞ্চলে গাবসারা  ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসির উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি করা হয়   গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ  শাপলাকে। অনুষ্ঠিতব্য নৌকা বাইচে ঢোল টিকারা আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে কেউ বা হেইও.., কেউবা জারি গানের সুরে মুখরিত করছে প্রায় ১০হাজার দর্শককে।

শনিবার (৭ অক্টোবর)  বিকেলে  উপজেলার গাবসারা ইউনিয়নের রুলিপারা নতুন হাট এলাকায় যমুনা নদী তীরবর্তী স্থানে, স্থানীয় ইউপি সদস্য মোঃ খোরশেদ মন্ডলের সভাপতিত্বে, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের  সভাপতি এম এম উজ্জ্বল

উজ্জল ও বর্তমান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুজন তালুকদার মুসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্থানীয় ইউপি সাবেক সদস্য খন্ধকার বাসেদ, ও স্থানীয় বর্তমান ইউপি সদস্য মোঃ আলম শেখ। সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধনের দায়িত্বে ছিলেন,মোঃ আমির আকন্দ, মোঃ আব্দুর রহিম তালুকদার, মোঃ আব্দুর রহিম সরকার, মোঃ শহীদ আকন্দ, মোঃ আবু তালেব মোঃ শাহাবুদ্দিন মোঃ লিটন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাকিম সরকার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বাবু, মোঃ জিয়া সরকার, মোঃ চান্দু  ফকির, মোঃ শহীদ মন্ডল, 

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাস্টার, আঃ হাকিম, মোঃ ফজলু মন্ডল ও সোহরাব আলী আকন্দ  প্রমুখ।

এই নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে 

১২টি, দ্বিতীয় রাউন্ডে ৬টি নৌকা অংশ গ্রহণ  করেন, পরে ফাইনাল প্রতিযোগিতায় ৩টি নৌকার অংশ গ্রহনে প্রথম বিজয়ী উপজেলার রুলীপাড়া গ্রামের "যমুনারতরী"এলইডি টিভি জিতেনেন।

দ্বিতীয় বিজয়ী গোবিন্দগঞ্জ গ্রামের "জান্নাত তরি" স্মার্টফোন জিতে নেন, তৃতীয় বিজয়ী রুলিপাড়া গ্রামের "মা বাবার দোয়া এক্সপ্রেস" স্মার্টফোন জিতে নেন। পুরস্কার বিতরণ শেষে সু'শৃঙ্খলতার সাথে সভাপতি সমাপ্ত ঘোষণা করেন।

জাতীয়

খেলাধুলা

বিনোদন

আরও পড়ুন