• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:০০
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ধুনটে জমি দখল করে ঘর নির্বাণ ও গাছের চারা রোপণ করার অভিযোগ।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ধুনটে জমি দখল করে ঘর নির্বাণ ও গাছের চারা রোপণ করার অভিযোগ। প্রিন্ট ভিউ

 বগুড়ার ধুনট নাংলু পূর্ব পাড়া গ্রামে অসহায় কৃষক বাচ্চু মিয়ার প্রত্যেক সম্পত্তি জোরপূর্বক  দখল করে ঘর নির্মাণ ও গাছের চারা রোপণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

গত ২৮-০৯- ২০২৩ ইং তারিখ সকাল অনুমান ১০ টার দিকে উপজেলার ১নং নিমগাছি ইউনিয়নের নাংলু পূর্ব পাড়া গ্রামের এ ঘটনা ঘটে। 

বাদী ও সূত্রে জানা যায়, উপজেলার নাংলু পূর্ব পাড়া গ্রামের মৃত আজিমুদ্দিন প্রাং এর ছেলে মোঃ বাচ্চু মিয়া বাপ-দাদার প্রত্যেক সম্পত্তি দীর্ঘদিন যাবত ঘর নির্মাণ করে ও বাকি জায়গা বিভিন্ন সবজির ফসল করে জীবিকা নির্বাহ করে আসছে যাহার নাংলু মৌজার জে,এল নং০২, সিএস- ১৭, এম,আর নং-৬৫,আর এস ১৩৩৫, দাগ নং ২৫৬৬/৪৬৬৭ ধানী ০৮ শতক ,২৫৬৬/৪৬৬৮ ধানী ০৮ শতক ২৫৬৬/৪৬৬৯ ধানী ০৮ শতক  সর্বমোট ২৪ শতক সম্পত্তি পৈত্রিক ও ওয়ারিশ সুত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন বাচ্চু     জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে, প্রতিবেশী মৃত  আয়েজ উদ্দিন এর ছেলে আলাউদ্দিন (৪৫), ছাবেদ আলী (৫০), মিন্টু মিয়া (৫৫), মৃত আলতাব হোসেন এর ছেলে জাহিদুল ইসলাম (৪০), মৃত আবেদ আলীর ছেলে আব্দর রউফ (৩৫), জাহিদুল ইসলাম এর ছেলে মোমিন (২২),  জোরপূর্বক ক্ষমতার দাপটে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে বাচ্চু মিয়ার ২৪ শতক জমির মধ্যে ০৮ শতক সম্পত্তিতে ঘর নির্মাণ ও গাছের চারা রোপণ করে।                                           

অসহায় কৃষক বাচ্চু মিয়া সংবাদ কর্মীদের বলেন,    আমার বড় ভাই মোঃ ইসহাক আলী বগুড়া জেলা  ধুনট সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে। যাহার মোকদ্দমা নং ১১৯/২০২০ উক্ত আদালত হাইতে নিষেধাজ্ঞা জারি করে কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে গত ২৮/০৯/২০২৩ তারিখ সকাল অনুমান ১০টার দিকে নালিশি সম্পত্তিতে জোরপূর্বক গাছের চারা রোপণ সহ ঘর নির্মাণ করে জবর দখলের চেষ্টা করে। বাচ্চু মিয়া এগিয়ে গিয়ে বিবাদীগণকে আদালতের নিষেধাজ্ঞা থাকা শর্তে গাছের চারা রোপণ ও ঘর নির্মাণ করার কারণ জিজ্ঞেস করলে আলাউদ্দিন, ছাবেদ আলী, মিন্টু মিয়া, জাহিদুল ইসলাম, আব্দুর রউফ শরিফ ও শাহিন ক্ষিপ্ত হইয়া বাচ্চু মিয়াকে  অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও তাকে মারপিট করার হুমকি প্রদান করে।                                             ভুক্তভোগী অসহায় কৃষক বাচ্চু মিয়া বাদী হয়ে গত ২৮/০৯/২০২৩ তারিখে রাতি অনুমান ১১টার দিকে ধুনট থানায় ৯ জনকে আসামী একটি লিখিত অভিযোগ দায়ের করে। ধুনট থানার এএসআই মোঃ আব্দুল আজিজ জানান, বাচ্চু মিয়ার লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন আদালত

আরও পড়ুন