• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৯:০৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ঘাাটাইলে সরকারী বই বিক্রির সময় জনতার হাতে বইসহ ট্রাক আটক

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ঘাাটাইলে সরকারী বই বিক্রির সময় জনতার হাতে বইসহ ট্রাক আটক প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল,ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)

  টাঙ্গাইল ঘাটাইল উপজেলার চাঁনতারা গন উচ্চ বিদ্যালয়ে সরকারী বই বিক্রির সময় প্রধান শিক্ষক মোঃ শহিদুজ্জামান শহিদ কে হাতে নাতে ধরেছে এলাকাবাসী। তীব্র শৈত্য প্রবাহের কারণে স্কুল বন্ধ থাকার সুযোগে সরকারি বই গোপনে বিক্রি করে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী জানায়, উপজেলার চাঁনতারা গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুজ্জামান শহিদ ৬ষ্ঠ,৭ম ও ৮ম শ্রেনীর বিভিন্ন সরকারী বই শিক্ষার্থীদের না দিয়ে ঢাকা মেট্রো - ন ১৭-৬৯৬৯ ৩টন ট্রাক ভর্তি করে মাদারীপুরে নিলয় (১৯) ও ভোলা জেলার রাসেল (২২) কাছে বিক্রি করে দেয়। বিষয়টি টের পেয়ে সংবাদকর্মী ও স্থানীয় লোকজন জামুরিয়া ইউনিয়নে গুনগ্রাম নামক স্থানে ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকের ত্রিপল খুলে দেখা যায় সরকারী বিভিন্ন ক্লাশের বই ।

 এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকর করেছেন এবং ঘটনায় একটি তদন্ত টিম গঠনের কথা জানিয়েছেন, তদন্ত রিপোট পেলেই আইনত ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন