• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:২৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রাজারহাটে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু

রিপোর্টার : মোশাররফ হোসেন
রাজারহাটে মাইক্রোবাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু প্রিন্ট ভিউ

মোশাররফ হোসেন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায়  ৬বছরের এক শিশু শিক্ষার্থী আঁখি'র মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(৮সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজারহাট- তিস্তা মহাসড়কের  কিশামত পুনকর মসজিদ সংলগ্ন এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিশু শিক্ষার্থী আঁখি রাস্তা পাড় হবার সময় তিস্তা থেকে রাজারহাট গামী দ্রুত বেগে আসা একটি মাইক্রোবাস কিশামত পুনকর মসজিদ এলাকায়  তাকে ধাক্কা দেয়। শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। এ সুযোগে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়। পরে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে কতব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত রাতে শিশুটি মারা যায়। আঁখি বেগম উপজেলার সদর ইউনিয়নের কিশামত পুনকর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে এবং রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। আঁখির  মৃত্যুতে এলাকায়  নেমে এসেছে শোকের ছায়া ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান

শনিবার(৯সেপ্টেম্বর) সকালে আঁখির মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু

শিশু

সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন