• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০১:৩৭
ব্রেকিং নিউজ
হোম / অর্থ-বাণিজ্য

সুবর্ণচরে বাধাঁকপি চাষ করে লাভবান তরুন উদ্যোক্তা সাহেদ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সুবর্ণচরে বাধাঁকপি চাষ করে লাভবান তরুন উদ্যোক্তা সাহেদ প্রিন্ট ভিউ

এস এম রফিক মাহমুদ, সুবর্ণচর নোয়াখালী প্রতিনিধিঃ

মাত্র ত্রিশ হাজার টাকা পুঁজি হাতে নিয়ে  সুবর্ণচর  উপজেলা কৃষি অফিস থেকে বীজ নিয়ে ৫০ শতক জমিতে বাঁধাকপি চাষ করেন তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ সাহেদ প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। খরচ পুষিয়ে দিগুন লাভ পেয়ে তৃপ্তির আনন্দ এ কৃষকের। তার সাফল্য দেখে ভবিষ্যতে সহায়তার পরিমান বাড়ানোর কথা জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তরুণ কৃষি উদ্যোক্তা সাহেদ সুবর্ণচর উপজেলার চরওয়াপদা  ইউনিয়নের চর বৈশাখী গ্রামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা।


কৃষি অফিসের পরামর্শে সাহেদ পলিশেড় পদ্ধতিতে বাঁধাকপি চাষ করেন। এ পদ্ধতিতে চাষের ফলে সার, ঔষধ যথাযথ ভাবে গাছ শোষণ করায় গতানুগতিকের চেয়ে পনের থেকে বিশ দিন আগে ফলন  এবং ফলনের আকার অনেক বড় হয়েছে। মোহাম্মদ  সাহেদ দৈনিক সবুজ বাংলাকে  জানিয়েছেন,  সে তার চাষের সকল পণ্য পাইকারের কাছে বিক্রি না করে বিভিন্ন হাটে গিয়ে বিক্রি করায় অন্যান্য কৃষকের চেয়ে বেশি লাভবান হন।

সরেজমিনে গিয়ে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ তরুণ উদ্যোক্তা সাহেদকে সাধুবাদ জানিয়ে দৈনিক সবুজ বাংলা কে বলেন, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি)’র সহায়তায় সাহেদকে বাঁধাকপির চারা, সার, পলি ও অন্তপরিচর্যা বাবদ অর্থসহায়তা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিস।।।

অর্থনীতি

সারাদেশ

সফলতার গল্প

আরও পড়ুন