• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:২০
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সোনাতলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

রিপোর্টার : নুরে আলম সিদ্দিকী সবুজ
সোনাতলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১ প্রিন্ট ভিউ

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় ১৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু তাহের নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আবু তাহের উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে ওবে'র ছেলে।

জানা গেছে, ৭ অক্টোবর শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে এসআই নুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালুয়া ইউনিয়নের মহিষাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করেন। উক্ত গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে ওবে'র ছেলে আবু তাহের নামক এক যুবককে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আসামি আবু তাহের এর কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

এবিষয়ে অভিযান পরিচালনাকারী এস আই নুর ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, মাদকের বিরুদ্ধে সোনাতলা থানা পুলিশ সর্বদায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আসামি আবু তাহের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে মহিষাবাড়ি মোড়স্থ্য পাকা রাস্তার ওপর অবস্থান করছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করি। তিনি আরো বলেন গ্রেফতারকৃত আসামির পিতা রবিউল ইসলাম ওরফে ওবে ওই এলাকার আলোচিত একজন মাদক ব্যবসায়ী।

থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানের সাথে কথা বললে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে সকালে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে তিনি বলেন জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় এএসপি শিবগঞ্জ সার্কেল স্যারের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে সোনাতলা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাদক

আরও পড়ুন