• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:৩০
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে দাফন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে দাফন প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহুবর রহমান (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের চতলারপাড় কবরস্থানে নামাজের জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। গত রবিবার মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মহুবর রহমানের জানাজার আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বীর মুক্তিযোদ্ধা সরকার ইসাহাক আলী, রুহুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সারাদেশ

আইন আদালত

মৃত্যু

বাংলাদেশ

আরও পড়ুন