• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:৩৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। প্রিন্ট ভিউ

নবদিগন্ত ডেস্কঃ

বগুড়ায় সন্তানকে আটকে রেখে এক গৃহবধুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম তাসলিমা আকতার(২২)। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় কাজিম আলী নামে তিন বছরের ছেলে গুরুতর আহত হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

নিহত গৃহবধুর স্বামী সিরাজুল ইসলাম বলেন, ‘ আমি ১নং রেল ঘুমটির পাশের মার্কেটে ব্যবসা করি। রাত সাড়ে ৮টার দিকে বাসার সামনে এসে আমার মোটরসাইকেল দিয়ে তিনবার হর্ণ দিই। কিন্তু বাসায় থেকে কোন সাড়া শব্দ পাই না। পরে আমি বাইরে থেকে গেইটের লক খুলে ভিতরে প্রবেশ করে দেখি আমার স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে রুমে আটকে রাখা আমার তিন বছরের ছেলেকে বের করলে দৌড়ে কান্নারত অবস্থায় সে বলে আমার মা তো গেছে। তখন পুরো বাসা অন্ধকার ছিল।’

নিহতের ননদ মল্লিকা আকতার বলেন, আমার ননদের সাথে কারও কোন শত্রুতা ছিল না। আমার ভাবীর মোবাইল বাসায় নেই। আমাদের সন্দেহ হচ্ছে পরিচিত কেউ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বগুড়া পৌরসভার কাউন্সিলর আমিন আল মেহেদী বলেন, নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আসামিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, নিহত গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তিন বছরের সন্তানকে মাথায় আঘাত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে শীঘ্রই উদঘাটন করা হবে।

মৃত্যু

আরও পড়ুন